Description
কার্যপদ্ধতি:
• বিভিন্ন কারণে শরীরের কলাকোষ জীর্ণ হয়ে ওঠে। ক্রমাগত পানির রেয়ারিফিকেশন ও কোষের দহনের ফলে এ্যালমন গঠিত অনুর মধ্যে গোলাকর বৃত্ত তৈরী হতে থাকে। এই সব অ্যালবুমিন গঠিত অনুগুলির কর্মক্ষমতা কমে যাওয়ার জন্য কোষের বিষমুক্ত প্রক্রিয়ার ভুমিকা ও কমে যায়। ফলে বিভিন্ন প্রকার ক্ষতিকারক পদার্থ কোষে জমা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারাই কলাকোষের এই বিষরোধক প্রক্রিয়া উদ্দীপ্ত হয় এবং কোষে জমে থাকা এই অধিবিষ নিষ্ক্রিয় করে শরীরের বাইরে বের হয়। বিভিন্ন প্রকার তন্ত্রকে, বিশেষ করে যৌন উদ্দীপ্ত করার জন্য বিশেষ কিছু যৌগ দ্বারা R-41 প্রস্তুত করা হয়েছে। এটা সর্বজনস্বীকৃত এই যে বীর্যগ্রন্থির সঠিক ক্রিয়াই প্রত্যেক ব্যক্তিসত্ত্বার জীবনী শক্তিকে প্রভাবিত করে। নিম্নলিখিত লক্ষণ অনুযায়ী অন্যান্য উপসর্গেও ব্যবহৃত হয়।
Acid phosphor: যৌন অক্ষমতা এবং কর্মশক্তি হ্রাসে টনিকের মত কাজ করে। Agnus castus: যৌন জীবনে সুনির্দিষ্ট ইঞ্চিত
ফলাফল লাভের ক্ষেত্রে ইহ্য সুনিদিষ্টভাবে কাজ করে। যৌন ক্রিয়ার প্রতি অনিহা এবং যৌন ক্রিয়ায় অক্ষমতার ক্ষেত্রে সুনির্দিষ্ট বিশেষ প্রভাব পড়ে। China: অধিক বীর্যক্ষরণ বা বার্ধক্য জনিত কারনে সৃষ্ট অসুস্থতায় পুরুষত্ব কমে গেলে নির্দিষ্ঠভাবে কাজ করে।
Conium: বিরক্তিকর রাগ, অমনযোগী। যৌন সংক্রান্ত কারণে ও বার্ধক্যজনিত দুর্বলতা থেকে উন্মাদনা।
Damiana: যৌনাঙ্গকে শক্তিশালী করে থাকে।
Sepia: কলাকোষের কর্মক্ষমতা হ্রাস পায়, ক্লান্তি নেমে আসে, যৌনক্রিয়ায় ভীষণ ভাবে অনিচ্ছা প্রকাশ করে।
Testes: অঙ্গের অনুভূতির চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে বিকল্প উদ্দীপক হিসাবে কাজ করে।
সেবনবিধিঃ
সাধারণত দিনে ২-৩ বার ১৫ ফোঁটা সামান্য পানিসহ খাবারের পূর্বে সেবন করতে হবে। বেশিদিন ধরে সমস্যা দেখা দিলে এবং দ্রুত ফল লাভের জন্য ২-৩ দিন পর্যন্ত ১০-১৫ ফোঁটা করে ১-২ ঘন্টা অন্তর অন্তর সেবন করা যেতে পারে।
Reviews
There are no reviews yet.