Description
কার্যপদ্ধতি:
যদিও diabetes mellitas থেকে সম্পূর্ণ ভাবে আরোগ্য হওয়া সম্ভব নয়, তারপরও এটা ব্যবহারে আনুষাঙ্গিক অনেক বিরক্তিকর লক্ষণ সমূহ হ্রাস পায়। ইনসুলিন নির্ভরশীল diabetic R-40 দ্বারা দীর্ঘকালীন চিকিৎসা করলে ইনসুলিনের মাত্রা কমিয়ে আনা সম্ভব।
Acid phosphor: পিপাসা, যৌন অক্ষমতা, দুর্বলতা, মানসিক অবসাদ। Arsen. album: অতিরিক্ত পিপাসা, ক্রমবর্ধমান ক্লান্তি।
Lycopodium: যকৃতের জন্য এটা খুব কার্যকরী ঔষধ। বিশেষ করে গ্যাস ও পেট ফোলা
অনুভূতিতে আরাম দেয়।
Natrium sulf: যকৃতের জন্য উপকারী ঔষধ। এছাড়া স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় রোগ বৃদ্ধি
পেলে এটি ভাল কাজ করে।
Phaseolus nanus: মূত্রে শর্করার (সুগার) উপস্থিতি, অনিয়মিত হৃদ-স্পন্দনের ক্ষেত্রে
কার্যকরী।
Secale corn: খুব পিপাসা বোধ, খোঁচা বোধ অথবা Paresthesia- হাত-পায়ে জ্বালা- পোড়া কিংবা ঝিঝিনে বোধ হওয়া ও ঠান্ডা পছন্দ করে এসব ক্ষেত্রে উপকারী ঔষধ। Uran. nitric: বিভিন্ন কারণে সৃষ্ট ডায়বেটিসের উপর সুনির্দিষ্ট ক্রিয়াশীল ঔষধ।
সেবনবিধিঃ
রোগ সম্পূর্ণরূপে দূর করার জন্য দিনে ৩ বার ১০-১৫ ফোঁটা সামান্য পানিসহ আহারের পূর্বে সেবন করতে হবে। কিছুটা উন্নতির পর মাত্রা কমিয়ে দিনে ২ বার সেবন করতে হবে।
Reviews
There are no reviews yet.