Description
কার্যপদ্ধতিঃ
বিভিন্ন প্রকার ক্যালসিয়াম যৌগ নিম্নলিখিত লক্ষণ অনুযায়ী ক্যালসিয়াম বিপাকে গভীর ভাবে কাজ করে।
Calc fluor: দাঁতের জন্য একটি কার্যকরী টনিক, বিশেষ করে দাঁতের এনামেলের উপর কাজ করে।
Calc hypophosph: গর্ভকালীন ক্যালসিয়াম উৎপাদনে কাজ করে।
Calc phosph: হাড়ের বৃদ্ধিতে সমস্যা, ক্যালসিয়াম উৎপাদনে ঘাটতি, রক্তাল্পতা জনিত কারণে শিশুদের পুরাতন মাথাব্যথা হয়।
Chamomilla: দাত উঠার সময় শিশুরা রাগান্বিত থাকে, জেদ ও জ্বালাতন করে এবং মাথা
দিয়ে ঘাম ঝড়ে।
Hekla lava: পায়ের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি।
Mezereum: হাড়ের বহিঃত্বকের বিশেষ করে হাটু ও গোড়ালির মধ্যেবর্তী পায়ের সামনের হাড়, হাতের উপরের অংশের এবং বুকের হাড়ের প্রদাহ ও ব্যথা।
Mercur praec rub: অস্থি গঠনের অসম্পূর্ণতার বিরুদ্ধে কাজ করে। এছাড়া হাড়ের উপড়ের টিস্যু বৃদ্ধি পাওয়া কিংবা হাড়ের টিউমার এবং হাড়ের আবরক ঝিলনীর প্রদাহের সাথে রাত্রীকালীন হাড়ের বাতের ব্যথায়ও কার্যকরী।
Silicea: শরীর বৃদ্ধির উদ্দীপক হিসেবে কাজ করে এবং হাড়ের ছিদ্র হওয়াকে প্রতিরোধ করে থাকে।
সেবনবিধি:
দুগ্ধ পোষ্য এবং শিশুদের বাড়ন্ত বয়সে নিয়মিতভাবে দৈনিক ১-২ বার ১০-১৫ ফোটা ঔষধ সেবন করাতে হবে (দুগ্ধ পোষ্যদের দুধের সাথে মিশিয়ে ফিডারে করে খাওয়ালে সবচেয়ে ভাল হয়)। রিকেট ও হাড়ের অন্যান্য রোগের ক্ষেত্রে গ্রহণকৃত ভিটামিনের সাথে দিনে ৪-৬ বার ১০-১৫ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ আহারের পূর্বে সেবন করতে হবে। রাতের বেলা হাড়ের ব্যথার ক্ষেত্রে বার বার করে সেবন করতে হবে। এক্ষেত্রে ১০-১৫ ফোঁটা প্রতি ৩০ মিনিট পর পর দেয়া যেতে পারে। ফুলার আর্থ বা হিলিং আর্থ (এক ধরনের মাটি / মুলতালী মাটি) দিয়ে লেপে দেওয়া যায়, হাড়ের নালী ক্ষতের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। চতুষ্পদী প্রানীর মাংস ব্যবহার চালিয়ে যেতে হবে। আর তীব্র ব্যথার ক্ষেত্রে প্রতি ১০ মিনিট অন্তর ৮-১০-১৫ ফোঁটা করে ঔষধ সামান্য পানিসহ সেবন করতে হবে।
Reviews
There are no reviews yet.