Description
কার্যপদ্ধতিঃ
চিকিৎসা শাস্ত্র অনুযায়ী এটা দুইভাবে কাজ করে থাকে। প্রথমত Lycopodium যকৃতের বিপাক প্রক্রিয়াকে উদ্দীপিত করার মাধ্যমে এটা যকৃতে কাজ করে এবং Ferrum chloratum নির্ধারিত একটি প্রক্রিয়ার মাধ্যমে এটা মজ্জাতে কাজ করে থাকে। শরীরের কোষীয় বিপাক ক্রিয়ায় Arsen, jodatum এর উপকারী ক্রিয়া রয়েছে। অর্থাৎ ঔষধটির ক্রিয়া রক্ত তৈরীর প্রক্রিয়া পর্যন্ত পৌঁছে যায় এবং Lycopodium এর প্রভাবে এর কার্যকারিতা আরও বেড়ে যায়, আর প্লিহার শক্তি বৃদ্ধি হয়, ceanothus americanus ড্রাগটির মাধ্যমে।
চিকিৎসার অল্প কয়েক দিনের মধ্যেই ঔষধটির ফলাফল দৃশ্যমান হয়। এটি ক্ষুধা বৃদ্ধি এবং অতিরিক্ত রক্ত সৃষ্টিতে সহায়তা করে। এতে শরীরে কোথায় কোন অতিরিক্ত মেদ জমেনা। হোমিওপ্যাথিক ঔষধ সবসময়ই অবিষাক্ত ও সমন্বিতভাবে কাজ করে।
নিম্নে বর্ণিত লক্ষণাবলীকে কেন্দ্র করেই R-31 কার্যকর হয়।
Aranea diadema: আবহাওয়া পরিবর্তনের সাথে সংবেদনশীল।
Arsen. Jod.: শরীরের টিস্যু রূপান্তরে নির্দিষ্ট ভাবে কাজ করে থাকে। এছাড়া কোষীয় বিপাক
ক্রিয়ায় প্রভাবকেরও কাজ করে।
Cenothus americ: ক্ষতিগ্রস্থ প্লীহা (যেমন ম্যালেরিয়ার পর) থেকে পেটের বাঁ দিকে ব্যথা।
রক্ত উৎপাদন ও সঞ্চালনে অস্বাভাবিকতা প্রভৃতিতে কাজ করে।
Ferrum chlorat: আনুষঙ্গিক রক্তস্বল্পতায় এবং রক্ত উৎপাদন বৃদ্ধিতে কাজ করে।
Lycopodium: এটি যকৃতের একটি টনিক ও কার্যগত ঔষধ। যদি যকৃত আকারে বড় হয়ে যায় ও সেই সাথে ডান দিকে ব্যথা থাকে। ক্ষুধামন্দা (অল্প খেলেই পেট ভরা মনে হয়)। মূত্রে লালচে বস্তু জমা হয়।
Sulfur: সূক্ষ্ম বিক্রিয়াশীল ঔষধ। সালফার বিপাকে সাহায্য করে। মাথায় অতিরিক্ত রক্তপ্রবাহ এবং রক্ত সঞ্চালনে সমস্যা।
সেবনবিধি:
সাধারন নিয়ম: দিনে ৩ বার ১০-১৫ ফোটা সামান্য পানিসহ আহারের পূর্বে সেবন করতে হবে। চিকিৎসার শুরুর দিকে, রক্তশূন্যতার ক্ষেত্রে এই ঔষধটি বার বার সেবন করতে হবে এবং শেষের দিকে দিনে ৬-১০ বার ১০-১৫ ফোটা করে রোগীকে দিতে হবে। অবস্থার উন্নতি হলে মাত্রা কমিয়ে ২-৩ বার করে দিতে হবে।
শিশুদেরকে চকলেট, মিষ্টি এবং ডিম খেতে দেওয়া যাবে না, কারণ এগুলো যকৃতের ধকল বাড়িয়ে দেয়, ফলে ক্ষুধা কমে যায়।
শিশুদের জন্য উপযোগী খাবারসমূহঃ দুধের তৈরি খাবার, যব থেকে তৈরী খাদ্য, শাক-সবজি, ফলমূল প্রভৃতি শিশুদের স্বাস্থের জন্য খুবই উপকারী। শিশুদের মাংস খাওয়া থেকে বিরত রাখতে হবে। অতিরিক্ত মাংস খাওয়া প্রাপ্তবয়স্কদের জন্যও ক্ষতিকর, কারন এতে রক্তের স্বল্পতা দেখা দিতে পারে।
Reviews
There are no reviews yet.