Description
কার্যপদ্ধতি:
নিম্নবর্ণিত ঔষধ সমূহ হৃদপেশীর শক্তি বাড়ায়।
Cactus: Angina Pectoris জনিত হৃদপিন্ড রোগের ক্ষেত্রে এই ঔষধটি কার্যকর। এছাড়াও নাড়ীর অস্বাভাবিক স্পন্দন, অস্থিরতা এবং বুকে চাপ অনুভব অর্থাৎ দমবন্ধ হওয়ার উপক্রম। Crataegus: হৃদপিন্ডের ক্ষয় এবং দুর্বলতা, সংক্রামক রোগে হৃদপিন্ডের স্বাভাবিক ক্রিয়ায় ব্যাঘাত এবং ব্যথা সহ পেশির সংকোচন বা খিচুনি, নিম্নরক্ত চাপ, হৃদপিন্ডের অনিয়মিত কার্যক্ষমতা, অস্বস্থিবোধ ও মানসিক যন্ত্রণাসহ হৃদপিন্ডের দুর্লবতা, কষ্টকর শ্বাসপ্রশ্বাস ও চরম পরিশ্রান্ত।
Digitalis: হৃদপেশী আকার বড় হয়ে হৃদক্রিয়ায় ব্যাঘাত ঘটে।
Kalium carbonicum: হৃদযন্ত্রের দুর্বলতা, রক্ত সংবহনতন্ত্রের দুর্বলতা, হৃদযন্ত্রের পেশিতে প্রদাহ, হৃদযন্ত্রে প্রচন্ড ব্যথা অনুভ’ত হওয়া- এসকল রোগে সেবন করা সম্ভব। Kalmia: হৃদশূল, ব্যথা হাত দিয়ে নেমে আসে। পুরাতন হৃদরোগের সাথে শ্বাস কষ্ট। হঠাৎ
তীব্র পুরাতন এন্ডোকার্ডাইটিস থেকে বাত, গেটে বাত দেখা যায়। Phosphorus: বুক ধরফর করা, বুকে যন্ত্রনাবোধ, হৃদস্পন্দন বেড়ে যাওয়া (বিশেষ করে বাম কাত হয়ে শুলে), স্নায়ুবিক দুর্বলতা ও অতিসংবেদনশীলতা।
Scilla: রক্ত সংবহনতন্ত্রে অপর্যাপ্ত রক্ত সরবরাহ, সাথে অনিয়মিত হৃদস্পন্দন,
Decompensation জাতীয় অবস্থা অর্থাৎ হৃদযন্ত্রের পর্যাপ্ত রক্ত সরবরাহের অভাবে শ্বাসকষ্ট বা হৃদযন্ত্রের ক্রিয়ায় ব্যাঘাত ঘটলে ব্যবহৃত হয়ে থাকে।
Spigelia: শক্ত ও অস্বাভাবিক নাড়ী স্পন্দন, ধীরগতিতে নাড়ীস্পন্দন, হৃদযন্ত্রের পেশিতে প্রদাহ জনিত সমস্যা।
Strophanthus : হৃদরোগের ক্ষেত্রে দ্রুত কার্যকরী ঔষধ।
সেবনবিধি:
হৃদপিন্ডের দুর্বলতার মাত্রা অনুযায়ী দিনে ৩ বার ১০/২০/৩০ ফোঁটা ঔষধ সামান্য পানিতে মিশিয়ে খেতে হবে। চিকিৎসার শুরুতে দিনে ৪-৬ বার করেও দেওয়া যায়। যদি Hydropsy (হাত পায়ে পানি জমা)- এর প্রবনতা দেখা দেয় তাহলে পানি ছাড়া খেতে হবে। কয়েকদিন পর উন্নতির মাত্রা পর্যবেক্ষণ করতে হবে। যদি কোনো উন্নতি না হয় তাহলে মাত্রা বাড়িয়ে দিতে হবে। তারপর অবস্থার উন্নতি হলে আবার মাত্রা কমিয়ে দিনে ৩ বার ২০ ফোঁটা করতে হবে। এমনকি সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাওয়ার পরও ১০-১৫ ফোঁটা দৈনিক ২-৩ বার বেশ কয়দিনের জন্য সেবন করতে হবে। অতিরিক্ত মাত্রায় সেবনে কোন সমস্যা হবে না। হৃদযন্ত্রের দুর্বলতা বৃদ্ধি পেলে প্রতি ১৫-৩০ মিনিট পরপর ১০-২০ ফোঁটা দিতে হবে।
মন্তব্যঃ
নিম্নলিখিত বিশেষ ভাবে প্রস্তুতকৃত ঔষধ সমূহ R-3 এর সাথে পর্যায়ক্রমে বা একত্রে সেবন করানো যেতে পারে।
হৃদপিন্ডের স্নায়ুশূল, বুকের বাম দিকে এবং সেখান থেকে বাম কাঁধ, বাম হাত ও হাতের দিকে ছড়িয়ে যাওয়া বিশেষ এক ধরনের ব্যথা, এ সমস্ত ক্ষেত্রে R-2 গোল্ড ড্রপস ব্যবহার করা যায়। হৃদযন্ত্রের ভেতরের দেয়ালে প্রদাহের (myocarditis & endocardities) ক্ষেত্রে R-22 দিতে হবে। হৃদযন্ত্রে পর্যাপ্ত রক্ত সরবরাহের অভাবে শ্বাসকষ্ট (Decompensated heart) হলে R-58 দিতে হবে।
হৃদপিন্ডের রক্তবাহী নালীতে রক্ত জমাট বাধার ক্ষেত্রে (myocarditis infarct) R-67 দিতে হবে এবং পরবর্তীতে দিতে হবে R-2 R-3 অনিয়মিত হৃদস্পন্দনের (Cardiac arrhythmias) ক্ষেত্রে দিতে হবে R-66 স্নায়ুবিক ক্রিয়ার সমস্যাজনিত হৃদরোগের (Cardiac neurosis) ক্ষেত্রে দিতে হবে R-22।
Reviews
There are no reviews yet.