Sale!

DR. RECKEWEG R-14 (স্নায়ু ও ঘুমের ড্রপস)

375.00৳ 

রোগ নির্দেশনা:

অনিদ্রা ও অন্যান্য ঘুম সম্পর্কিত নানা সমস্যা। অগভীর ঘুম, অতি হালকা ঘুম, নিদ্রাহীনতা,

সকাল বেলা ঝিমুনি ও দিনের বেলা ক্লান্তিবোধ এবং একই সাথে সন্ধ্যা বেলায় হাসিখুশি বোধ হওয়া, স্নায়ুতন্ত্রের মাত্রাতিরিক্ত উত্তেজনা বোধ, অস্থিরতা ও অল্পতে ঘাবড়ে যাওয়া, অবসাদ গ্রন্থ হওয়া, স্নায়ুবিক অবসাদ এবং দীর্ঘ দিনের মানসিক দ্বন্দে সৃষ্ট সমস্যা।

এখনি কিনুন

Description

কার্যপদ্ধতি:

অনিদ্রা, স্নায়বিক অবসাদ, নিদ্রাহীনতা জনিত সমস্যার ইতিবাচক সমাধানে কার্যকরী। Ammonium bromatum: স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে। ঘুমের ঔষধ।
Avena sativa: অত্যাধিক মানসিক চাপের ফলে স্নায়বিক দুর্বলতা, অবসাদ বোধ ও যৌন দুর্বলতা দেখা দেয়। রোগ থেকে আরোগ্য লাভকালীন অবসাদ, শরীর অবসাদগ্রস্থ হওয়া সত্ত্বেও ঘুম না আসা এসব ক্ষেত্রে কাজ করে থাকে।

Chamomilla: অতি সংবেদনশীলতাসহ অতিরিক্ত শারীরিক ও মানসিক ভাবে উদ্দিপ্ত স্নায়ুবিক অবস্থার ক্ষেত্রে কাজ করে। এছাড়াও ঘুমের সমস্যা, অনেক চেষ্টার পর ঘুম আসে।

Eschscholzia: মানসিক অস্থিরতা ও স্নায়ুবিক উত্তেজনা প্রশমিত করে এমন ঔষধ।

Humulus lup: সাধারণ স্নায়ুবিক অবসাদ, স্নায়ুবিক দুর্বলতা জনিত ক্লান্তি, উন্মাদনা এবং অনিদ্রায়।

Ignatia: মানসিক পরিতাপ থেকে বিষন্নতা। স্নায়ুবিক দুর্বলতা ও উত্তেজনা প্রকাশ পায়, এর ফলে দুঃখ ও উদ্বেগ দেখা দেয়। আত্মাকেন্দ্রিক ও নির্জনতা পছন্দ করে।

Passiflora incarnata: ঘুমের ঔষধ। স্নায়ুতন্ত্রের অস্থিরতা এবং উত্তেজনা, শারীরিক এবং মানসিক অতিচপলতা, ঘুমের সমস্যা (বিশেষ করে যখন ঘুমানোর সময় নানা রকম চিন্তা মাথায় ভর করে), ঘুমেও শরীরের ক্লান্তি না কাটা, চনমনে ভাবের অভাব প্রভৃতিতে কার্যকরী। Valeriana: হালকা ঘুম (ঘুম হওয়া সত্ত্বেও অবসাদ বোধ), স্নায়ুবিক দুর্বলতা এবং অস্থিরতা-

এসকল সমস্যায় কাজ করে।

Zincum val: ঘুম না আসা, ঘুমাতে গেলে শরীর ঝাঁকি মারা, দুঃস্বপ্ন, পায়ে অস্থিরতা-এসব

ক্ষেত্রে কাজ করে।

সেবনবিধি:

চূড়ান্ত স্নায়ুবিক দুর্বলতা, মানসিক চরম পরিশ্রান্তির চরম সীমায় এবং নিদ্রাহীনতায় ১০-১৫ ফোটা ঔষধ দিনে ৩ বার সামান্য পানিসহ সেবন করতে হবে এবং রাতে ২০ ফোঁটা সামান্য মিষ্টি পানিসহ সেবন করতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই বেশ কিছুদিন ঔষধ সেবনের পর ঘুমের সমস্যার সমাধান হতে দেখা যায়। এরপর থেকে ১০-১৫ ফোঁটা ঔষধ দিনে ১-২ বার সেবন করা যথেষ্ট। R-14 অবশ্য একেক জনের ক্ষেত্রে একেক রকমভাবে কাজ করে। যাদের ঔষধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা প্রায়ই রোগের অবনতির শিকার হন (বিশেষ করে ইনসমনিয়া বা নিদ্রাহীনতার ক্ষেত্রে)। এসব ক্ষেত্রে তাৎক্ষণিক ভাবে ঔষধের মাত্রা কমিয়ে দিনে ৫ ফোঁটা ৩ বার সেবন করতে হবে, কখনও বা এর চেয়েও কম এমন কি দিনের বেলা কেবল ১ বার সেবন করতে দেওয়া যেতে পারে, কিন্তু সন্ধ্যার সময় দেওয়া যাবে না।

• ঔষধের মাত্রা ব্যক্তির অবস্থা অনুযায়ী নির্ধারণ করতে হবে। কোনো কোনো ফলাফল লাভ

করতে ২০-৩০ ফোটা দিনে ৩ বারও সেবন করতে হতে পারে। তবে ঔষধের মাত্রা বাড়ানোর পূর্বে ঔষধের ক্রিয়া প্রতিক্রিয়া ভালভাবে কয়েকদিন পর্যবেক্ষণ করে নিতে হবে। এমনকি ভাল হবার পরও দীর্ঘ সময় পর্যন্ত নিয়মিত চিকিৎসা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে

• প্রতিদিন সন্ধ্যায় ১০-১৫ ফোটা ঔষধ খেতে হবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “DR. RECKEWEG R-14 (স্নায়ু ও ঘুমের ড্রপস)”

Your email address will not be published. Required fields are marked *