প্রমেহ (গনোরিয়া)

রোগ বিবরন : প্রমেহ পীড়িত স্ত্রীলোকের সহিত সহবাসে পুরুষেরা এবং প্রমেহ পীড়িত পুরুষের সহিত সহবাসে স্ত্রীলোকের এই পীড়ায় আক্রান্ত হয় ।প্রস্রাব কারিবার সয়ম অসহ্য জ্বালা যন্ত্রনা পুনঃ পুনঃ প্রস্রাবের বেগ অতি কষ্টে ফোটা ফোটা মূত্র ত্যাগ লিঙ্গ স্ফীত বেদনাযুক্ত হইয়া উঠে ।মূত্র নালী চুলকায় সুড় সুড় স্রাব হইতে থাকে ।কথন ও কখনও প্রস্রাবের সহিত রক্ত পড়ে ।

চিকিৎসা

একোনাইট ন্যাপ (Aconit Nap) : প্রমেহ রোগের প্রথমবস্থায় জ্বর পিপাসা অস্থিরতা অত্যন্ত যাতনা পুনঃ পুনঃ প্রস্রাবের বেগ কাটা ফোটার মত বেদনা ।ফোটা ফোটা প্রস্রাবে প্রস্রাব ত্যাগে ভীষন জ্বালা যন্ত্রনা রক্ত মিশ্রিত প্রস্রাব ।

সেবন বিধি : শক্তি 1x ১/৫ ফোটা চার আউন্স জলে মিশাইয়া এক চামচ মাত্রায় দুই ঘন্টা অন্তর ।

ক্যানবিস স্যাট (Cannabis sat) : প্রমেহ রোগের প্রথমবস্থায় জ্বর প্রস্রাব রক্ত ক্রমাগত লিঙ্গোমন ও বেদনার ইহা অব্যর্থ ।

সেবন বিধি : শক্তি Q ৮-১০ ফোটা চার আউন্স জলে মিশাইয়া এক চামচ মাত্রায় তিন ঘন্টা অন্তর ।

ক্যান্থারিস (Cantharis) : প্রস্রাবের ঘন ঘন বেগ প্রস্রাব নির্গমন কালীন আগুনে পুড়িয়া যাওয়ার মত জ্বালা ।ফোটা ফোটা প্রসাবে প্রস্রাব করা কালীন কোথানী প্রসাবের সাথে রক্ত ও এক প্রকার পদার্থ নির্গত হয় ।মাঝে মাঝে যন্ত্রনা দায়ক লিঙ্গোত্থান ।

সেবন বিধি : শক্তি 3x 6 বা 30 দুই ঘন্টা অন্তর ।

মার্কুরিয়াস সল (Mere Sol) : সবুজ বা হলদে গাড় স্রাব ।স্রাবে মূ্ত্রথলীতে জ্বালা ও ব্যথা ।ঘন ঘন প্রস্রাব প্রসাবে পরে মনে করে আরো রহিয়া গেল ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 প্রত্যহ তিন মাত্রা ।

স্যালিক্স নায়গ্রা (Salix Nig) : অথ্যাধিক স্বপ্ন দোষ হস্তমেত্থুন প্রমেহ রোগজনিত লিঙ্গেমন চলিতে ফিরিতে ঘুমাইতে জননেন্দ্রিয় উত্তেজিত হইয়া উঠে ।

সেবন বিধি : শক্তি Q ৮/১০ ফোটা সামান্য পানি সহ দিনে তনি বার ।

কোপেভা (Copaiva):প্রস্রাব ত্যাগ কালে অত্যন্ত জ্বালা ঘন ঘন প্রস্রাবের বেগ ফোটা ফোটা প্রস্রাব পড়ে ।পজের গুমাইতে জননেন্দ্রিয় মত চটে নির্গত হয় ।প্রস্রাবে ঘোলা মাঝে মাঝে রক্ত দেখা যায় ।প্রমেহ রোগের প্রথম বস্থায় ইহা ব্যবহারে উপকার হয় ।

সেবন বিধি : শক্তি ২/৩ ফোটা সামান্য জলের সহিত দুই তিন ঘণ্টা অণ্তর ।

থুজা (Thuja) : প্রসাবের ভীষন বেগ ।ফোটা ফোটা প্রস্রাবে জ্বালা ।হলুদ বা সবুজ বর্ণের পাতলা স্রাব মাঝে মাঝে রক্ত মূত্র নালীর ভিতরে কিট কিট করিয়া কামড়ায় সুড় সুড় করে প্রসাবে নির্গত হইবার পর ও মনে হয় আরো ও কিছু প্রস্রাবে রহিয়া গেল ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই মাত্রা ।

ইকুইজিটাম হইমেল (Equisitum Hyemale) : প্রস্রাবে ভীষন পোড়া ঘন ঘন প্রস্রাবে বেগ ।অল্প প্রস্রাবে সঙ্গে শ্লেম্বা রক্ত মূত্র নালীতে ভিতরে গিন গিনে করিয়া কামড়াতে সুড় সুড় করে প্রস্রাবে সময় সময় স্রাব অসাড়ে হইয়া যায় ।

সেবন বিধি ; শক্তি Q ৩-৪ ফোটা সামান্য জলের সহিত তিন ঘন্টা অন্তর ।

মার্কুরিয়াস কর (Mere Cor) : প্রস্রাবের পূর্বে জড়ে সবুজ রংয়ের পুজ প্রসাবের অত্যন্ত বেগ ও কোথানী লিঙ্গ মাঝে মাঝে প্রস্রাবে সাথে রক্ত সমৃদয় যন্ত্রনা রাতে বৃদ্ধি ।

সেবন বিধি ; শক্তি 6 বা 30 তিন চার বার ।

সার্সাপ্যাবিসা ইন্ডিকা (Cannabis Indica) : প্রসাবের পূর্বে সময়ে ও পরে জ্বালা প্রস্রাব পরিমানে অল্প ফোটা ফোটা নির্গত হয় ।পুনঃ পুনঃ জননেন্দ্রিয় উত্তেজিত হইয়া উঠে

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা ।পুরাতন রোগে 1m সকাল বিকাল দুই মাত্রা ।

বাইওকেমিক চিকিৎসা

ফেরাম ফস (Ferrum Phos) : প্রমেহ রোগে প্রথমবস্থায় প্রস্রাব ত্যাগকালীন জ্বালা যন্ত্রনা ঘন ঘন প্রস্রাবের বেগে ইহা উপকারী ।প্রস্রাবের সহিত শ্বেত বর্ণের শ্লেম্বা শক্তি নির্গেমের উক্ত ঔষদের সঙ্গে ক্যালি মিউর পযায়ক্রমে সেবনে উপকার হয় ।

সেবন বিধি : শক্তি 6x ৩ বড়ি এক মাত্রা তিন ঘন্টা অন্তর ।

ক্যালিকেরিয়া ফস (Calcerea Phos) : প্রস্রাবের পূর্বে রোগের সময় পরে জ্বালা ঘন ঘন প্রস্রাবের বেগ প্রস্রাবের শেষৈ অন্ডুলালার মত স্রাব নির্গত হয় ।মূত্র নালীতে খোচা মারা বেদনায় ইহা উপকারী ।

সেবন বিধি : শক্তি 6x বা ৩/৪ ফোটা বড়ি একমাত্রা প্রত্যহ তিন বার ।

ক্যালকেরিয়া সালফ (Calcerea Sulph) : গনোরিয়া পীড়ায় মূত্র নালী হইতে হলুদ বর্ণের গাড় পুজ নির্গত হইলে ইহা উপযোগী ।

সেবন বিধি ; শক্তি 30x ৩/৪ বড়ি এক মাত্রা প্রত্যহ সকাল বিকাল দুই বার ।লক্ষন অনুযায়ী কোন হোমিও প্যাথিক ঔষধের সঙ্গে বাইওকেমিক ঔষধ পযায়ক্রমে সেবন আরো শীঘ্র উপকার হয় ।

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

মাছ মাংস ডিম গরম মসলা অধিক মিষ্টি দ্রব্য আহার নিষিদ্ধ জল ।মিশ্রিত দুধ অধিক জল পান উপকারী অধিক পরিশ্রম সেবন রাত্রি জাগরন স্ত্রী সহবাস নিষেধ ।