পেট বেদনা (শূল বেদনা)

রোগ বিবরন : কোষ্ঠবদ্ধ অজীর্ণ আহার, কৃমি, ভেজাল খাদ্য দ্রব্য আহার দূষিত জলপান, অখাদ্য, কুখাদ্য, পঁচা মাছ, মাংস উত্তপ্ত শরীরের বরফ বা অত্যাধিক ঠানডা জলপান করা পেটে মল জমা বিষাক্ত পদার্থ উদরস্থ হওয়া, ঠান্ডা লাগা ইত্যাদি কারনে পেট বেদনা হইতে পারে।

চিকিৎসা

একোনাইট ন্যাপ (Aconite Nep) : অম্লশূল, পিত্তশূল বা যে কোন পেটের ব্যথায় অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় ব্যাকুল ইত্যাদি লক্ষনে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি Q ৬-৮ ফোঁটা ৪ আউন্স জলে মিশাইয়া এক চামচ মাত্রায় অর্ধ বা এক ঘন্টা অন্তর।

কলোসিন্থ (Colocynth) : পেটে অসহ্য ব্যথা, জোরে চাপিয়া ধরিলে কুজো হইয়া বসিলে পেটের নীচে বালিশ দিয়া উপর হইয়া চাপিয়া শুইলে বেদনা উপশম অর্থাৎ চাপে উপশম হইলে কলোসিন্থ অব্যর্থ।

সেবন বিধি : শক্তি Q ৭-৮ ফোঁটা ৪ আউন্স পরিমান জলের সহিত মিশ্রিত করিয়া এক চামচ অর্ধ বা এক ঘন্টা অন্তর।

স্ট্যানাম মেট (Stannum Met: পেট ব্যথা আস্তে আস্তে বৃদ্ধি পায়। আবার আস্তে আস্তে কমিয়া যায়। প্রচন্ড বেদনার সময় পেটে জোরে চাপ দিলে আরাম পায়, বুকের ভিতর খালি বোধ। সামান্য পরিশ্রমে অত্যন্ত ক্লান্ত, বুকে দুর্বলতা বাম পার্শ্বে চাপিয়া শুইলে উপশমে ইহা অব্যর্থ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দুই তিন ঘন্টা অন্তর।

এসিড সালফ (Acid Sulph) : অম্লশূল বেদনা ধীরে ধীরে বাড়ে, কিছুক্ষন বেদনা করার পর হঠাৎ বেদনা ছাড়িয়া যায়। বুক গলা জলে, টক ঢেকুর উঠে, দাঁত টক হইয়া যায়। বেদনা ধীরে ধীরে বাড়ে হঠাৎ কমিয়া যায়। ইহা বিশেষ লক্ষন।

সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে তিন বার। 200 দিনে দুই বার। পুরাতন রোগে 1m ,10m ব্যবহার করিয়া উপকার পাইয়াছি।

রোবিনিয়া (Robinia: অম্লশূল বেদনায় এই ঔষধ সেবন করিতে দিয়া আমি অনেক রোগী আরোগ্য হইতে দেখিয়াছি। মুখে টক জল উঠে, টক বমি, দাঁত টক হইয়া যায়। পেট জ্বলে, পেটে কামড়ানি খামছানী বেদনা প্রায়ই আহারের পর বৃদ্ধি পায়।

সেবন বিধি : শক্তি Q চার ফোঁটা সামান্য পানিসহ দিন চার বার। 6 বা 30 তিন ঘন্টা অন্তর।

এনাকার্ডিয়াম (Anacardium) : ক্ষুধা অসহ্য, ক্ষুধা পাইলে পেট বেদনা দেখা দেয়। কিছু আহার করিলে বেদনার উপশম। স্মৃতি শক্তিহীন উদ্বিগ্ন রোগীতে ইহা অধিক উপযোগী।

সেবন বিধি :শক্তি 200 হইতে উচ্চ শক্তি সকাল বিকাল দুই মাত্রা।

পেট্রোলিয়ম (Pertoleum) : পেট খালি হইলে পেট ব্যথা আরম্ভ হয়। সেই ব্যথা বুক পর্যন্ত ছড়াইয়া পড়ে। কিছু আহার করিলে বেদনার উপশম, মুখে জল উঠে।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা।

চেলিডোনিয়ম (Chelidonium) : জিহ্বায় ময়লা মুখে তিক্ত স্বাদ, ডান কাঁধের নীচে পাখনার নীচে বেদনা ক্ষুধা পাইলে পেট বেদনা ‍বৃদ্ধি আহার করিলে সেই বেদনা ‍নিবৃতি। গরম পানীয় বা গরম খাদ্য আকাঙ্খা ইত্যাদি লক্ষনে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি Q , 2x বা 3x ৩-৪ ফোঁটা সামান্য জলসহ দিনে তিন চার বার।

এবিস নায়গ্রা (Abis Nig: আহারের পরেই পেট বেদনা, খাদ্য দ্রব্য পরিপাক হইয়া ক্ষুধা পাইলে সেই বেদনায় উপশম। ভুক্ত দ্রব্য পেটে গোলার মত হইয়া উঠে কোষ্ঠবদ্ধ আহারের পর পেট বেদনা ইহার বিশেষ লক্ষণ।

সেবন বিধি : শক্তি Q এক ড্রাম ৪ আউন্স পরিমান জলে মিশিয়ে দুই মাত্রা তিন ঘন্টা অন্তর এক চামচ করে নিয়মিত সেবন করিলে উপকার পাওয়া যায়। 6, 30 বা 200 শক্তিও উপকারী।

নাক্স ভমিকা (Nux Vom) : আহারের দুই এক ঘণ্টা পর পেট বেদনা ঘন ঘন পায়খানার বেগ, মাঝে মাঝে নিষ্ফল পায়খানা। কামড়ানি খামচানি বেদনায় রোগীকে অস্থির করিয়া ফেলে। পেটের যন্ত্রনা সহ্য করিতে না পারিয়া গলায় আঙ্গুল দিয়া বমি করে। প্রভূতি লক্ষনে ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি 1x ৩/৪ ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশ্রিত করিয়া দিনে তিন চার বার। 30, 200 ও উপকারী।

ডায়োস্কোরিয়া (Dioscorea: উদরশূল বেদনা, প্রায়ই তলপেট হইতে আরম্ভ হয়। দেহের নানা স্থানে সঞ্চালিত বেদনা পিছন দিকে বাকিলে বা হেলান দিলে, সটান হইয়া শুইলে, সোজা হইয়া দাঁড়াইলে বেদনার উপশম।

সেবন বিধি : শক্তি Q ৪/৫ ফোঁটা সামান্য জলের সহিত দিনে চার বার।

ভেরেট্রম ও কলোসিন্থ(Veratrum colocynth) : কোষ্ঠবদ্ধ রোগীদের নানা প্রকার উদরশূল বেদনায় এই ঔষধ দুইটি সাফল্যের সহিত ব্যবহার হইয়া আসিতেছে। আমি এই ঔষধ দুইটি পর্যায়ক্রমে সেবন করিতে দিয়া অনেক শূল বেদনার রোগী আরোগ্য হইতে দেখিয়াছি।

সেবন বিধি : শক্তি 3x ৪/৫ ফোঁটা মাত্রায় অর্ধ ছটাক জলের সহিত দিনে চার বার।

ক্যামোমিলা (Chamomilla: পেটে বায়ু জমে পেট ফুলে। ছটফট করে কাঁদে পেটের যন্ত্রনায় অস্থির হইয়া পড়ে। ইত্যাদি লক্ষনে শিশুদের পেট বেদনায় ইহা অব্যর্থ মহৌষধ।

সেবন বিধি :শক্তি 6 বা 30 এক ঘন্টা অন্তর।

প্লামবম মেট (Pulmbum Me) : নাভির পার্শ্বে ভয়ানক কামড়ানি, খামছানি বেদনা অত্যন্ত কোষ্ঠবদ্ধ ছোট বলের মত মল নির্গত হয়। বেদনার সময় পেট ভিতরে ঢুকিয়া খাল পড়িয়া যায়।

সেবন বিধি : শক্তি 30 দিনে তিন মাত্রা। 200 শক্তি দিনে দুই মাত্রা।

বাইওকেমিক চিকিৎসা

ম্যাগনেশিয়া ফস (Magnesia Phos) : সকল প্রকার পেট বেদনায় ম্যাগ্নেশিয়া ফস একটি উত্তম কার্যকারী ঔষধ।

সেবন বিধি : শক্তি 3x ২-৪ বড়ি এক মাত্রা বয়স অণুপাতে গরম জলসহ ঘন ঘন কয়েক মাত্রা সেবন করিলে বেদনার উপশম হয়।

নেট্রাম ফস (Natrum Phos) : কৃমি জনিত পেট বেদনা, টক ঢেকুর উঠে, মলে টক গন্ধ নেট্রাম ফস উপকারী। অতিরিক্ত পেট বেদনায় ম্যাগ্নেশিয়া ফসের সঙ্গে পর্যায়ক্রমে সেবনে খুব শীঘ্রই পেট বেদনার ইপশম হয়।

সেবন বিধি : শক্তি 3x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অণুপাতে অর্ধ ঘন্টা অন্তর গরম জলসহ পর্যায়ক্রমে সেব্য।

নেট্রাম সালফ (Natrum Sulph: পেটে শূল বেদনা, মুখে তিক্ত স্বাদ, জিহ্বা হরিদ্রা বর্ণের ময়লায় আবৃত, পিত্ত বমন বা পিত্ত হইলে সর্ব প্রকার বেদনায় ইহা উপকারে আসে।

সেবন বিধি : শক্তি 3X বা 6x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে তিন ঘন্টা অন্তর।

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

গরম জল বোতলে ভরিয়অ বোতলটি কাপড় দ্বারা মোড়াইয়া পেটে সেক দিলে বেদনার উপশম হয়। দুগ্ধ, সাগু, বার্লি, সটির পাল সুপথ্য। মাংস, ডিম, উত্তেজক বা কঠিন খাদ্য নিষিদ্ধ।

রোগী বিবরন : ১৯৯০ সালের নভেম্বরের মাঝা মাঝি মোন্তাজ মিয়ার শাশুড়ী বয়স ৫৫ বৎসর চিকিৎসার জন্য আমার ডিস্পেন্সারীতে নিয়ে আসে। অনকে দিন যাবৎ পেস্ট বেদনায় ভোগে। পেট ভরিয়া আহার করিলেই পেটে যন্ত্রনা দায়ক বেদনা উপস্থিত হয়। রাত্রিতে ভাল নিদ্রা হয় না। কোষ্ঠবদ্ধ আহারে অরুচি। আমি তাহাকে এবিস নায়গ্রা 6 দিবসে তিন মাত্রা চার দিন সেবন করিবার পর কিছু আরাম বোধ হয়। পরে 30 শক্তি দিনে দুই মাত্রা কয়েক দিন সেবন করিবার পর সে আরোগ্য হয়।