রোগ বিবরন : নানা করনে চুল উঠিয়া যায় ।অতিরিক্ত অধ্যয়ন মানসিক পরিশ্রম দীর্ঘকাল স্থায়ী শোক দুঃখ ভোগ করা নানা প্রকার চিন্তা ক্ষয় মাথা ধরা কঠিন রোগ ভোগের পর প্রষূতিদের প্রসবের পর অতিরিক্ত শুক্র ক্ষয় জনিত কারনে এই পীড়া হইতে দেখা যায় ।
চিকিৎসা
কার্বোভেজ (Carbo Vag) : শীত কাতর রোগী হইলেও পাখার বাতাস প্রিয় ।প্রসবের পর প্রসূতিদের মাথার চুল উঠিতে থাকিলে কিংবা কোন কঠিন রোগ ভোগের পর মাথার উঠিলে ইহা উপরকারী ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 সকাল বিকাল দিনে দুই মাত্রা ।200 তিন দিন অন্তর এক মাত্রা ।
হিপার সালফ (Hepar Sulph) : অনেকদিন যাবৎ মাথা বেদনা বা ধরার কারন বশত মাথার চুল উটিতে থাকিলে হিপারে তা আরোগ্য করিতে পারে ।
সেবন বিধি : শক্তি 6,30 বা 200 দিনে দুই মাত্রা দুই বা এক বার তিন দিন পর পর এক মাত্রা ।
লাইকোপিাডিয়ম (Lycopodium) : গরম কাতর রোগী খুবই গরম খাদ্য পছন্দ করে ।হিংসুটে লোভী ভীরু অতিশয় কৃপন এই ধাতু রোগীদের অল্প বয়সে চুল থাকে ।মাথার তালুতে টাক পড়ে । কিংবা পেটের পীড়া অজীর্ণ উদরাময়ে করিতে পারে ।চুল কঠিয়া যাইতে থাকিলে লাইকো অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 200 প্রত্যহ এক মাত্রা ।প্রয়োজনে আরো উচ্চ শক্তি ।
এসিড ফস (Acid Phos) : শীত কাতর যুবক বা যুবতী গভীর শোক দুঃখ মনো কষ্টের কারনে মাথার চুল উঠিয়া বা পাকিয়া যাইতে থাকিলে এসিড ফস উপকারী ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 প্রত্যহ দুই মাত্রা ।কিছু অধিক দিন সেবন করিতে হয় ।
সিপিয়া (Sepia) : সন্তান প্রসবের পর প্রসুতির মাথার চুল উঠিলে সিপিয়া 30 দিনে দুই বার সেবন ও সিপিয়া Q এক ভাগ নয় ভাগ নারিকেল তেলের সঙ্গে মিশ্রিত করিয়া মাথায় মাখিলে চুল উঠা নিবারন হয় ।
সেলিনিয়ম (Selenium) : বল ক্ষয়কারী পীড়া ভোগের পর মাথার চুল গোফ দাড়ি বা গুপ্ত স্থানে চুল উঠিয়া যাইতে থাকিলে সেলিনিয়ম উপকার হয় ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 সকাল বিকাল দুই মাত্রা ।
এসিড ফ্লোর (Acid Flour) : অত্যন্ত কাম ভাবের প্রবৃত্তি কামুক সাহসী শক্তি শালী গরম কাতর এই ধাতুর রোগীদের উদরাময় টাইফয়েট বা কোন কঠিন রোগ ভোগের পর মাথার উঠিতে থাকিলে বা চুল উঠিয়া টাক পড়িলে ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 200 প্রত্যহ এক মাত্রা ।পুরাতন রোগে আরো উচ্চ শক্তি ।
সিফিলিনাম (Syphilinum) : উপদংশ বিষদৃষ্ট রোগীদের মাথার চুল উঠিয়া যাইতে থাকিলেও উপযুক্ত ঔষধের ব্যর্থতার ইহা উপকার আসে ।
সেবন বিধি : শক্তি 200 1m বা আরো উচ্চ শক্তি একদিনে দুই বার সেবনেই উপকার হয় ।
বাইওকেমিক চিকিৎসা
ক্যালকেরিয়া ফস (Calcarea Phos) : কোন প্রকার কঠিন রোগ ভোগের পর রক্ত হীণ দুর্বল রোগীদের চুল উঠিয়া যাইতে থাকিলে কিংবা প্রসবের পর প্রসূতির মাথার চুল উঠিলে ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 6x,12x ১-৪ বড়ি এক মাত্রা বয়ষ অনুপাতে প্রত্যহ দুই বার ।
ক্যালকেরিয়া ফ্লোর (Calcarea Flour) : টাইফয়েন্ড জ্বরের পর মাথার চুল উঠিলে ক্যালকেরিয়া ফ্লোর উপকারী ।
সেবন বিধি : শক্তি 12x ৩/৪ বড়ি এক মাত্রা দিনে তিন বার ।
পথ্য ও আনুষাঙ্গক ব্যবস্থা
কষিয়া চুলের খোপা বাধা ঠিক নয় ।মাছ মাংষ ডিম দুগ্ধ ঘৃত ইত্যাদি পুষ্টিকর আহার করা নিষেধ ।
রোগী বিবরন : আলেয়া নামের এক ষোড়শী শিবপুর উপজেলার এক পল্লীব বাসিন্দা ।দুই ভাইয়ের এক বোন ।আদরের দুলালী ।১৯৯৩ সালের মধ্যে জানুয়ারীতে ডায়রিয়ায় আক্রান্ত হয় ।স্থানীয় সুদক্ষ চিকিৎসকের চিকিৎসায় ডায়রিয়া থেকে মুক্তি পায় ।কিছুদিন পর মাথার চুল উঠে ।ন্যড়া হতে থাকে স্থানীয় চিকিৎসার বিশেষ কোন ফল না পাইয়া আমার নিকট খাবারই পছন্দহীন ইত্যাদি ।