সেবন বিধি : শকিত্ 200 প্রত্যাহ এক মাত্রা। পুরাতন রোগে আরো উচ্চ শক্তি ।দুই এক মাত্রা ।গলগন্ড পীড়ায় আয়োডিয়াম উচ্চ শক্তি পূর্ণিমার পরের দিন সেবনে উত্তম ফল পাওয়া যায় ।
থাইরয়ডিনাম (Thyroidinum) : জড় বুদ্ধি শারীরিক খর্বতা হুৎপিন্ডের দুর্বলতা বুক ধরফরানি দিন দিন শরীর শুকাইয়া যায় ।এই ধাতুর রোগীদের নরম তুল তুলে গলগন্ড পীড়ায় ইহা অধিক উপযোগী ।
সেবন বিধি : শক্তি 3x বিচুর্ণ দিনে তিন মাত্রা কিছুদিন সেব্য। 6,30 বা 200 ও উপকারী ।
বাইওকেমিক চিকিৎসা
ক্যালকেরিয়া ফ্লোর (Calcarea Flour) : পাথরের মত শক্ত গলগন্ড পীড়ায় এই ঔষধ উপকারী ।
সেবন বিধি : শক্তি 12x হইতে সকাল বিকাল দিনে দুই মাত্রা ।
ক্যাকেরিয়া ফস (Calcaerea Phos) : রক্ত হীন দুর্ল ফেকাশে রোগীদের গলগন্ড পীড়ার প্রধান ঔষধ ।
সেবন বিধি : শক্তি 12x ৩-৪ বড়ি এক মাত্রা ।সকাল বিকাল দিনে দুই মাত্রা ।
ক্যালি মিউর (Kali Mur) : কোষ্ঠবদ্ধ জিহ্বা শ্বেত বর্ণের শ্বেত প্রলেপযুক্ত রোগীদের গলগন্ড পীড়ার পধান ঔষধ ।
সেবন বিধি : শকিত্ 6x বা 12x ২-৩ বড়ি এক মাত্রা। সকাল বিকাল দিনে দুই মাত্রা ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
গলগন্ড পীড়ায় গ্ল্যান্ডের উপর আয়োজিত Q বাহ্যিক পয়োগ করিবে না। কারন গ্ল্যান্ডের উপর আয়োডিন রোগীর ক্ষতির সম্বাবনাই বেশী ।মাংস ডিম আহার নিষিদ্ধ ।
রোগী বিবরন : তানভীর আহম্মদ ২৮ বৎসর চাকরীজীবি। প্রায় ৪ বছর যাবৎ গলায় শক্ত গ্ল্যান্ড ।প্রথম অবস্থায় ছোট মার্বেলের মত ছিল ।বর্তমানে বেশ বড় হয়েছে ।স্থানীয়ভাবে চিকিৎসা হয়েছে কিন্ত ফল ভাল হয় নি ।ঢাকার এক বন্ধুর পরামর্শে আমার নিকট চিকিৎসার জন্য আসে ।বেদনাবিহীন গ্ল্যান্ডের চিকিৎসা করতে জানতে পাই রোগী অত্যন্ত গরম কাতর ।শেত্য প্রিয় ঠান্ডায় সে ভাল থাকে ঠা্ডা সে ভালো বাসে আয়োডিনাম 1m তিন মাত্রা পরিবর্ধিত শক্তি তে তিন দিন সকালে ।এক মাস পর 10m এক ঘন্টা পর পর দুই মাত্রা ২ মাস পর সংবাদ গ্ল্যান্ডের সম্পূর্ণ অদৃশ্য হয়েছে ।