রোগ বিবরনী : গর্ভ সঞ্চারের দেড় দুই বা তিন মাস হইতে সচারাচার এই পীড়া আরম্ব হইয়া চার পাচ মাস পযন্ত থাকে ।ইহাতে গা বমি খাদ্য দ্রব্য বমন মুখ দিয়ে জল উঠা প্রভুতি লক্ষন প্রকাশ পায় ।
চিকিৎসা
ইপিকাক (Ipecac) : বমির প্রধান ঔষধ ইপিপাকা। বমির কথা শুনিলেই এই ঔষধটি কথা মনে পড়ে ।যাহা আহার করে তাহাই বমি করিয়া ফেলে ।সর্বদাই গা বমি বমি ভাব ।জিহ্বা পরিস্কার গর্ভনীদের উপরোল্লিখিত লক্ষনে ইপিকাক উপকারী ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে তিন মাত্রা ।
ম্যাগনেশিয়া কার্ব (Megnesia Carb) : গর্ভিনীদের বমি বমি ভাব ও টক বমি ঞইলে ম্যাগনেশিয়া কার্ব অব্যর্থ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই মাত্রা ।
সিস্ফোরিকাপর্স (Symphoricarpus) : মুখে লালা উঠে লালা উঠে সকাল হইতে সন্ধ্যা পযন্ত এইভাবে চলিতে থাকে।
সেবন বিধি : শক্তি 30 দিনে দুই মাত্রা ।
ক্রিয়োজোট (Kreosote) : গর্ভিনীদের বমির একটি উত্তম ঔষধ ।আহারে বহুক্ষন পড়ে খাদ্য দ্রব্য হজম না হইয়া বমি হইয়া যায় ।মুখ থেকে প্রচুর লালা পড়ে ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই মাত্রা ।
কলচিকম (Colchicum) : সকল প্রকার খাদ্য প্রতি অভক্তি ।খাদ্য দ্রব্য দেখিলে বা তার গন্ধ্যা নাকে আসিলে বমি করিয়া ফেলে ।
সেবন বিধি : শক্তি 30 দিনে তিন মাত্রা 200 সকাল বিকাল দিনে দুই মাত্রা ।
কুপ্রাম সালফ (Cuprum Sulph) : ধাতুগত লক্ষন না মিলিলে কোন ঔষধটি স্থায়ী উপকার হয় না। গর্ভবস্থায় অণ্যন্যা ঔষধ সেবন করিয়া ভাল ফল না হইলে কৃপ্রাম সাল উপকার হইতে পারে ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে তিন মাত্রা ।
সোরিয়ম অক (Cerium Oxalate) : গর্ভিনীদের বমি নিবারনের একটি উত্তম ঔষধ। সকল প্রকার বমি বা বমি বমি ভাবে ইহা প্রযোজ্য ।
সেবন বিধি : শক্তি 1x বা 12x বিচুর্ণ প্রত্যহ তিন বার ।
থাইরয়ডিনাম (Thyroidinum) : গর্ভিনীদের বমিতে বিশেষ কোন লক্ষন না পাইলে বা অন্য ঔষধে ভাল ফল না হইলে উপকার হয় ।
সেবন বিধি : শক্তি 6x বা 30 প্রত্যাহ তিন মাত্রা ।
এসারাম (Asarum) : গর্ভবস্থায় প্রথম দিকে কিছুই খাইতে পারে না ।যাহা খায় তাহাই বমি করিয়া ফেলে এসারাম তাহার চমৎকার ঔষধ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 দিনে তিন মাত্রা ।
ল্যাক ডিফ্লোর (Lac Deglo) : কোষ্ঠবদ্ধ গন্ভিনীদের বমিতে ইহা অমোঘ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 সাকল বিকাল দিনে দুই মাত্রা।
বাইওকেমিক চিকিৎসা
নেট্রাম ফস (Natrum Phos) : গর্ভবস্থায় টক বমিতে নেট্রাম ফস অব্যর্থ লক্ষন অনুযায়ী কোন হোমিওপথ্যাথিক ঔষধের সঙ্গে বাইওকেমিক ঔষধ ব্যবহারে খুব ভাল কাজ করে ।
সেবন বিধি : শক্তি 6x,12x তিন বড়ি এক মাত্রা দিনে তিন বার ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
অলস ভাবে বসিয়া থাকা উচিত নয়। উপযুক্ত পরিশ্রম করা ভাল। মন সর্বদা প্রফুল্ল রাখিবে ।সহজে পরিপাক হয় পুষ্টিকর খাদ্যদি আহার করিবে ।টক ঝাল অন্যান্য অখাদ্য কুখাদ্য আহার নিষিদ্ধ।
রোগ বিবরন : পারভীন ২০ বৎসর মাসের গর্ভ প্রায় ২০/২৫ দিন যাবৎ অদম্য বমি এই অল্প দিনে অনেক চিকিৎসা হইয়াছে কিন্তু কোন উপকার হয় নাই ।ক্রমাগত বমি যাহা খায় তাহাই বমি হইয়া পড়িয়া যায় ।অবিরত বমনেচ্ছা দেখিয়া ইপিকাক 200 সাকল বিকাল দুই মাত্রা চার দিন পর সংবাদ তিন দিন বমি কিছু কম ছিল ।আজ থেকে পুনরায় পুর্বের রুপ ধারন করেছে ইপিকাক 1m দুই ডোজ সেবন করায় বমি বন্ধ হয় ।যতটুকু মনে পড়ে স্থায়ী উপকারের জন্য পরে সোরিনাম 200 দুই মাত্রা দেওয়া হইয়াছিল ।