রোগ বিবরন : ইহা অতি দূরারোগ্য সাংগাতিক পীড়া ইহা উপৎত্তির কারন সম্বন্ধে পন্ডিতগন স্থির সিদ্ধান্ত একমত হইতে পারেন নাই ।শরীরের যে কোন স্থানে এই পীড়া হইতে পারে ।গলায় স্তনে উদরে মানসিক সর্ব দৈহিক দেহাংশিক লক্ষন সংগ্রহ করিয়া নিদিষ্ট ঔষধের সাহায্য লইতে না পারিলে এই রোগ আরোগ্য সম্বব নয় ।
চিকিৎসা
কার্বো এনিমেলিস (Carbo Animalis) : দুর্বল স্ত্রীলোকের জরায়ুতে ক্যানসার দুর্গন্ধ স্রাব নির্গত হয় ।কালো রংয়ের রক্ত স্রাবের সহিত জরায়ুতে ভয়ানক জ্বালা যন্ত্রনা ।স্তনে গ্ল্যান্ড মত শক্ত ।তাহাতে বেদনা ও জ্বালা ।পাকিয়া পুজ নির্গত হইতে থাকিলে আর শুকাইত চাহে না ।এক মহিলার ডান স্তনে ক্যান্সার ।বহু দিন যাবত পুজ নির্গত হইত ও জ্বালা যন্ত্রনা ছিল ।কার্বো এনিমেলিস 10m দুই মাত্রা সেবন করিতে দেওয়ায় এই কঠিন ব্যাধি আরোগ্য হয় ।দুঃখের বিষয় দুই বৎসর পর পুনঃরায় এই রোগে আক্রান্ত হয় ।এই ঔষধ ও লক্ষন অনুযায়ী অন্যন্য ঔষধের বিভিন্ন ক্রম ব্যবহার করিয়া ওআর কৃতবধ্য হিইতে পারি নাই ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 আরো উচ্চ শক্তি সকাল বিকাল দুই যন্ত্রনা ।
কানডিউর্যাঙ্গো (Condurango) : পাকস্থলীর ভিতর ক্ষতের জ্বালা যন্ত্রনায় এই ঔষধ সেবন করিতে দিয়া আমি কয়েকটি রোগী আরোগ্য হইতে দেখিয়াছি ।
সেবন বিধি : শক্তি Q ৪-৬ ফোটা সামান্য জলসহ দিনে তিন বার আহারের পূর্বে ।3x ব্যবহারে করিয়া ও উপকার পাইয়াছি ।
রেডিয়াম ব্রোম (Radium Bromide) : এই ঔষধটি জরায়ু ও পাকস্থলীর ক্যানসারে ব্যবহৃত হইতেছে ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 পত্যহ সকাল বিকাল দুই মাত্রা ।
ক্রিয়োজোট (Kreosotrm) : লক্ষন মিলিয়ে জরায়ুর ক্যানসারে এই ঔষধটি ব্যবহারে হিইতে পারে ।জরায়ু অত্যন্ত শক্ত ফোলা বেদনা ও জ্বালা চাপ লাগিরৈ প্রান শিহরিয়া উঠে কালোবর্ণের রক্ত স্রাব ভীষন দুর্গন্ধ ইত্যাধি লক্ষনে ইহা ব্যবহারে হ্য় ।
সেবন বিধি : শক্তি 6 দিনে তিন বার 30 বা 200 দিনে দুই মাত্রা ।পুরাতন রোগে আরো উচ্চ শক্তি ।
কোনিয়াম (Conium) : স্তন ক্যানসারে উৎকৃষ্ট ঔষধ ।কোন সময় কোন প্রকার আঘাত লাগার দরুপ স্তনে টিউমার হইলে তাহাতে সূচ ফুটানো ব্যথা থালিলে কিংবা কোন আঘাত ছাড়াও স্তনে শক্তি টিউমার হইলে তাহাতে সূচ ফুটানো ব্যথা বেদনা থাকিলে ইহা উত্তম কাযকারী ঔষধ ।
সেবন বিধি : শক্তি 200 1m সকাল বিকাল দুই মাত্রা ।
আর্সেনিক এলবাম (Asterias rubens) : স্তন জরায়ু বা দেহের অন্য কোন স্থানে ক্যানসারে লাগার দরুন স্তনে টিউমার হইলে তাহাতে সুচ ফুটানো ব্যথা থালিলে কিংবা কোন আঘাত ছাড়াও স্তনে শক্ত টিউমার হইলে তাহাতে উক্ত প্রকারের বেদনা থাকিলে ইহা উত্তম কাযকারী ঔষধ ।
সেবন বিধি : শক্তি 200 1m সকাল বিকাল দুই মাত্রা ।
এষ্টিরিয়াস (ASterias Rubens) : স্তনে ঘা পাতলা পুজ নির্গত হয় ।স্তনে বোটা কলকির ন্যায় ভিতরে ঢুকে যায় ।স্তন অত্যন্ত বেদনা ইত্যাদি লক্ষনে এষ্টিরিয়াম 6 বা 30 শক্তি তিন ঘন্টা অন্তর সেবনে স্তনের ক্যানসার আরোগ্য হইতে পারে
বাইওকেমিক চিকিৎসা
ক্যালকেরিয়া ফ্লোর (Calcarea Flour) : শরীরের কোন স্তানে পাথরের মত শক্ত অবুদে টিউমার ইহা উৃকৃষ্ট ঔষধ ।
সেবন বিধি : শক্তি 12x,30x,200x ১-৪ বড়ি এক মাত্রা বয়ষ অনুপাতে দিনে দুই মাত্রা ।
সাইলিসিয়া (Silicea) : ক্যানসারের ক্ষত হইতে মাংস ধোয়া জলের মত বা হলদে অবুদে টিউমার ইহা পুজ ঝরে ।কোন রোগ অমাকশ্যা পুর্ষিামার বৃদ্ধি পায় ।
সেবন বিধি : শক্তি 12x হইতে উচ্চ শক্তি ১-৪ বড়ি এক মাত্রা বয়ষ অনুপাতে প্রত্যহ তিন বার ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
হাইড্রাষ্টিস Q এক ভাগ তিন ভাগ অলিভাঅয়েল মিশ্রিত করিয়া ক্যানসারের ক্ষতে বাহ্যিক ব্যবহায ।নিয়মিত লঘু পাক পুষ্টিকর আহার ব্যবস্থেরে মাংস হিম গুরুপাক দুব্রাদি আহার বাহ্যিক ।অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম করা উচিত নয় ।সর্বদা মন প্রফুল্ল রাখা দরকার ।