কৃমি (অন্ত্রে পোকা)

রোগ বিবরন : কৃমি প্রায় সকল লোকের অন্ত্রেই আছে ।তবে কাহার ও বেশী কাহার কম ।কৃমি বিভিন্ন প্রকার যথা ছোট ছোট কৃমি গুহ্যবার চুলকায় ইহাকে বলে সূত্রে কৃমি । লম্বা গোলাকার কোচো কৃমি ফিতার ন্যায় চেপ্টা ফিতা কৃমি ।অধিক মিষ্টি দৃব্য আহার দূষিত জল পান অধিক মাংস ভক্ষন কাচা ফল মূল প্রভুতি ইহার কারন ।সাধারনত অপরিস্কার নীচ শ্রেনীর লোকদের ও তাদের ছেলে মেয়েদের মধ্যে কৃমি অুধক দেখা যায় ।নাক চুলকানো নখ খোটা পেটে কামড়ানি খামচানি ব্যথা অস্বাভাবিক ক্ষুধা কখনও ক্ষুধা লোপ দাত কিড়মিড় করা ঘুম থেকে চিৎিকার করিয়া উঠো ইত্যাদি লক্ষন প্রকাশ পায় ।

চিকিৎসা

ফিলিক্স মাস (Filix Mas) : কৃমি জনিত শূল বেদনা কোষ্ঠবদ্ধ পেটে কামড়ানি খামচানি ব্যথা ফিতাকৃমি বা চির কৃমি জনিত শূল বেদনায় ইহা উপকারী ।

সেবন বিধি : শক্তি Q তিন ফোটা অর্ধ ছটাক জল সহ প্রত্যহ চার বার ।

টিউক্রিয়াম (Teucrium) : ছোট ছোট কৃমি যাহাকে আমরা সুতা কৃমি বা বক্র কৃমি বলি ।এই বিরক্ত কর কৃমিতে গুহ্যদ্বার সুড় সুড় করে চুলকায় ।

সেবন বিধি : শক্তি 1x,3x প্রত্যহ তিন চার বার কিছু দিন ।

সিনা (Cina) : ঘুমের ঘোরে কড় কড় করে দাত কাটে ।মেজাজ খিট খিটে নাক চুলকায় ঘুম থেকে চমকাইয়া উঠে রাক্ষসে ক্ষুধা লোপ মাঝে মাঝে চুনের জলের মত প্রস্রাব যায় ।

সেবন বিধি : শক্তি 1x হইতে ২০০ যে কোন একটি শক্তি প্রত্যহ দু্ই বার তিন মাত্রা ।

লাইকোপোডিয়াম (Lycopdium) : শিশুদের গুহ্যদ্বারে ছোট ছোট কৃমি জনিত চুলকায় ।তাহাতে শিশুরা অত্যন্ত কষ্ট পায় ।লাইকোপিাডিয়াম ইহার উত্তম ঔষধ ।

সেবন বিধি : শক্তি 30 সকাল বিকাল দুই মাত্রা ।

গ্র্যানেটাম (Granatum) : সর্ব প্রকার কৃমিতে গ্র্যানেটাম উপকারী ।

সেবন বিধি : শক্তি Q ২-৬ ফোটা বয়স অনুপাতে অর্ধ ছটাক জলের সহিত দিনে তিন বার ।

থাইমল (Thymol) : হুকওয়ার্মের চমৎকার ঔষধ ।

সেবন বিধি : শক্তি 3x,6x বিচুর্ণ ২-৫ গ্রেন বয়স অনুপাতে পত্যহ চার বার ।

ইগ্নেশিয়া (Ignatioa) : শিশুদের মল দ্বারে এক প্রকার ছোট ছোট কৃমি জনিত অত্যন্ত চুলকায় শিশু বিরক্ত বোধ করে ।ইহাতে ইগ্নেশিয়া উপকার হয় ।

সেবন বিধি : শক্তি 1x বিচুর্ণ রাতে খাবারে অর্ধ ঘন্টা পূর্বে ১-৩ গ্রেন মাত্রা বয়স অনুপাতে একবার সেবনেই সমস্ত কৃমি বাহির হইয়া যায় ।

বাইওকেমিক চিকিৎসা

নেট্রাম ফস(Natrum Phos) : বাইওকেমিক মতে এই ঔষধটি কৃমির গুড়া শ্রেষ্ঠ ।

সেবন বিধি : শক্তি 3x 1-4 বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিবসে দুই বার ।

ক্যালি মিউর (Kali Mur) : ক্ষুদ্র সূত্রবং কৃমি যাহাকে আঞ্চলিক ভাষায় গুড়া কৃমি বলে ।গুহ্যদ্বার চুলকায় ।ইহাতে ক্যালি মিউর উত্তম কাযাকরী ।

সেবন বিধি : শক্তি 3x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে পত্যহ দুই মাত্রা ।

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

রোগ বিবরন : আব্দুল মান্নন ৩২ বছর আতলাপুর অনেক দিন যাবৎ পেটে কামড়ানি খামছানি বেদনা কোষ্ঠবদ্ধ চিরসাথী একদিন পায়খানার হলে আর এক দিন তিন বার সেবন করিতে দেওয়ায় দুই এক দিন পায়খানার সাথে কতগুলি ফিতা কৃমি বাহির হয় ।আমার এক বন্ধুর ভাগিনা সেই পরিচয়ে আমার নিকট চিকিৎসার জন্য আসে ।উপর উল্লেখিত কথাগুলি জানিতে পারিয়া ফিলিক্স মাস Q চার ফোটা সামান্য পানি দিনে তিন বার সংবাদ কৃমির আর কোন উপসর্গ নাই ।