রোগ বিবরন : গর্ভবস্থায় প্রথম বা শেযের দিকে কোন কোন গর্ভিনীর কৃত্রিম প্রসব বেদনা দেখা দেয় ।উহাতে গর্ভিনী অত্যন্ত কষ্ট পায় ।এই বেদনা মৃদু মাঝে মাঝে হইয়া থাকে ।কৃত্রিম প্রসব বেদনা নাভির নিচে কোমরে আরম্ব হইয়া ঐ স্থানে লোপ পায় ।
চিকিৎসা
পালসেটিলা (Pulsatilla) : গর্ভস্থায় শেষের দিকে মাঝে মাঝে প্রসব বেদনার ন্যায় পালট বেদনায় ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 দুই ঘন্টা অন্তর ২-৪ মাত্রা ।
মিচেলা (Miuchella) : গর্ভবস্থায় শেষের দিকে প্রসব বেদনায় মত কৃত্রিম প্রসব বেদনা হইলে ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 প্রতি দুই ঘন্টা অন্তর ২-৩ মাত্রা ।
কলোফাইলম (Caulophyllum) : প্রসবের কিছুদিন পূর্বে কৃত্রিম প্রসব বেদনায় ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 1x,3x,6 বা 30 দুই ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেব্য ।
সিমিসিঠিউগা (Cimicifuga) : গর্ভীনীর কৃত্রিম প্রসব বেদনায় ইহা একটি প্রসংশনীয় ঔষধ ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 ৩-৪ মাত্রা ।
বাইওকেমিক চিকিৎসা
ম্যাগনেশিয়া ফস (Magnesia Phos) : কষ্ট দায়ক কৃত্রিম প্রসব বেদনায় ম্যাগ ফস অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 3x,6x তিন বড়ি এক মাত্রা ।গরম জল সহ পুনঃ পুনঃ কয়েক মাত্রা ।
পথ্য ও আনুষিঙ্গিক ব্যবস্থা
গর্ভাবস্থায় কোমরে কযিয়া কাপড় পড়া উচিৎ নয় ।অতিরিক্ত পরিশ্রমিক করা বা একেবারে অলস ভাবে দিন কাটান ভাল নয় ।নিয়মিত স্নান আহার করিবে লঘুপাক ও পুষ্টিকর আহার করা উচিৎ ।অধিক মসলাযুক্ত খাদ্য গুরুপাক দ্রব্য আহার করা নিষেধ ।