কামোত্তেজনা (কামোম্মাদ)

রোগ বিবরন : সর্বদা কাম্মেদ্দিপক চিন্তা বা কল্পনা ।অশ্লীল পুস্তকাদি পাঠ ভোগ বিলাসিতা আলস্য নানাবিধ কারনে এই পীড়া উৎপন্ন হইয়া থাকে ।দুর্ণিবার কাম চিন্তা লজ্জা ভয় থাকে না ।ন্যায় অন্যায় বিচার করিবার ক্ষমতা লোপ পায় ।স্ত্রী বা পুরুষ এই রোগে আক্রান্ত হইতে পারে ।

চিকিৎসা

প্ল্যাটিনা (Platinum) : অত্যন্ত অহংকারী নিজেকে শ্রেষ্ঠ সকালেকে তুচ্ছ মনে করে ।এই ধাতুর রোগিনীদের যোনি দ্বার সুড় সুড় করে ।তাহাতে কামোত্তেজনা অত্যাধিক বাড়িয়া যায় ।উহাতে প্লাটিনা উপযোগী ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 সকাল বিকাল দিনে দুই বার ।

অরিগেনাম (Origanum) : এই ঔষধটি স্ত্রীলোকদের কামোত্তেজনা অত্যাধিক একটি উত্তম ঔষধ ।মনে সর্বদাই কুচিন্তা মাঝে মাঝে হস্তমৈথুনের প্রবল ইচ্ছা ।কামোদ্দীন স্বপ্ন দেখে ।

সেবন বিধি : শক্তি 3 বা 6 প্রত্যহ দুই বার তিন বার কিছু দিন সেবন করিলে এই কুচিন্তা দূর হয় ।

মিউরেক্স (Murex) : যদি কোন প্রকার জানিতে পারেন রোগিনীর গায়ে কেহ হাত দিলেই কাম ভাব জাগিয়া উঠৈ মাঝে মাঝে কামোউত্তেজনা বাড়িয়া রোগিনী বুদ্ধিহীন হইয়া দিলেই কাম হইয়া যায় ।

সেবন বিধি : শক্তি 6 বা 30 প্রত্যহ সকাল বিকাল দুই বার কিছুদিন সেবন করিলে এই রোগ দূর হয় ।

এসিড ফ্লোর (Acid Flour) : গরম কাতর রোগী অত্যন্ত সাহসী খুব খেতে পারে ।যথেষ্ট পরিশ্রম ও করিতে পারে ।এই প্রকৃতির পুরুষদের কামেউত্তজনা একটি শ্রেষ্ঠ ঔষধ ।তাহার কাছে বালিকা বৃদ্ধি যুবতী যা ই হক না স্ত্রী দেখিলেই মনে মনে কুচিন্তা করিতে থাকে ।এই নিকৃষ্ট প্রকৃতির রোগীতে এসিড ফ্লোর উত্তম উপযোগী ঔষধ।

সেবন বিধি : শক্তি 200 বা 1m দুই চার মাত্রা সেবনেই মানসিকতার পরিবর্তন হয় ।

ষ্ট্যাফিসেগ্রিয়া (Staphysagria) : ক্রোব্ধ স্বভাব শীত কাতর রোগীদের মনে সর্বদা কামভাবের চিন্তা স্ত্রী সহবাস ছাড়া তাহার আর কোন কামনা নাই ।দিবা রাত্রি ঐ একই চিন্তা স্ত্রী সে পছন্দ করে ।রমনীদের কাছে থাকিতে ভাল লাগে ।সঙ্গম ইচ্ছা এবং ইন্দ্রিয় সেবাই তাহার প্রধান পরিচয় ।

সেবন বিধি : শক্তি 200 বা 1m সপ্তাহে অন্তে একমাত্র সেবনে এই মনোভাবে দূর হয় ।

ঈ্গল ফোলিয়া (Aegle Folia) : প্রবল কাম রিপু দমন করিতে এই ঔষধ উপযোগী ।

সেবন বিধি : শক্তি Q ১০ ফোটা সামান্য জলসহ তিন দিন অন্তর একবার সেবন করিলে কামরিপু দমন থাকে ।

ক্যান্থারিস (Cantharis) : স্কুল কলেজের ছাত্র ছাত্রী বা অবিবাহিত যুবকদের কামরিপু দমন করিবার উত্তম ব্যবস্থা ।

সেবন বিধি : শক্তি 200 ২ টি গ্লোবিউলস প্রতি সপ্তাহে একবার সেবনে কাম রিপু দমন থাকে ।

বাইওকেমিক

সাইলেসিয়া (Sileca) :সর্বদা মনের মধ্যে স্ত্রীলোকদের বিষয়ে চিন্তা ।অতিরিক্ত উত্তেজনাবশত দিবারাত্র স্ত্রী সম্বন্ধীয় চিন্তা যেন মন থেকে দূর হইতে চায় না ।এই প্রকার মানসিক রোগীদের সাইলেসিয়া প্রিয় বন্ধু।

সেবন বিধি : শক্তি 12x,30x,200x ৪ বড়ি এক মাত্রা ।তিন ঘন্টা পর পর এক মাত্রা ।

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

সর্বদা সৎ লোকের সঙ্গ করিবে ।ধর্মগ্রন্থ পাঠ করা ভাল ।গৃহকার্যাদি করিবে ।অলস ভাবে দিন কাটান অনুচিত কুসঙ্গে মেলামেশা ত্যাগ করিবে ।লঘু পুষ্টিকর আহার শীথল জলে স্নান বিশুদ্ধ বায়ুতে ভ্রমন হিতকর ।মদ্য পান ও উত্তেজক আহার নিষিদ্ধ ।