রোগ বিবরন : ঠান্ডা লাগিলে কানের ভিতর জল পবেশ করিলে কাঠি দিয়া খোচা দিলে কানে কোন প্রকার আঘাত লাগিলে বা ফোড়া হইলে কিংবা কানে খৈল হইলে কান বেদনা হইতে পারে ।
চিকিৎসা
একোনইট ন্যাপ (Aconite Nap) : ঠান্ডা লাগিয়া কান বেদনা ভিতর কট কট দপ দপ করে ।হঠাৎ করিয়া কান ব্যথায় রোগী অস্থির হইয়া পড়ে ইহাতে একোনাইট অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 3x 6 এক বা দুই ঘন্টা অন্তর ।
বেলেডোনা (Belladona) ; কান অত্যন্ত গরম লাল জ্বালা চিড়িক মারা দপ দপানি ব্যথায় বেলেডোনা প্রযোজ্য ।
সেবন বিধি : শক্তি 3x,6 এক ঘন্টা অন্তর সেবন উপকার পাওয়া যায় ।
পালসেটিলা (Palsatilla) : শান্ত অত্যন্ত গরম লাল কোমল মন গরম কাতর খোলা বাতাস পছ্ন্দ করে এই ধাতুর রোগীদের কানে দপ দপানি খোচা মারা ব্যথা কানের যন্ত্রনায় রোগী কাদিতে থাকে ।
সেবন বিদি : শক্তি 6,30 এক ঘন্টা অন্তর ।
ক্যামোমিলা (Chamomilla) : মেজাজ রাগী খিট খিটে স্বভাব সামান্য কারনে ঝগড়া ঝাটি গালা গালি করা ক্যামোমিলা চরিত্রের প্রধান বেশিষ্ট্য ।শিশুদের কান বেদনায় শিশু করুন স্বরে কাদে ।এই প্রকৃতির রোগীদের কান বেদনায় ক্যামোমিলা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 6, 30 বা 200 দুই এক ঘন্টা অন্তর ।
হিপার সালফ (Heper Sulph) : কানের ভিতর ফোড়া স্পর্শ কাতরতা বেদনা ।হাত ছোয়ানতো দুরেকথা ঠান্ডা বাতাস লাগিলে কান বেদনা বাড়ে ।উত্তাপে উপশম ।
সেবন বিধি : শক্তি 30,200 দুই এক ঘন্টা অন্তর ।
ক্যালকেরিয়া পিক্রেটা (Calcarea Pic) : কানের ভিতর ক্ষদ্র ফোড়ায় ইহা মহ উপকারী ঔষধ ।
সেবন বিধি : শক্তি 3xবা 6 এক ঘন্টা অন্তর ।
এলিয়ম সিপা (Allium Capa) : ইহা শিশুদের ঠান্ডা সর্দিসহ কান বেদনার মহ উপকারী ঔষধ ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 দুই এক ঘন্টা অন্তর ।
প্ল্যান্টিগো (Plantago) : কান বেদনায় এই ঔষধের মূল আরক Q কানের ভিতর দিয়া কানটি তুলা দিয়া বন্ধ করিয়া রাখিলে ও ইহার 3x শক্তি পুনঃ পুনঃ কয়েক মাত্রা সেবন করিলে কান বেদনায় শীঘ্রই উপশম হয় ।
বাইওকেমিক চিকিৎসা
ফেরাম ফস (Ferrum Phos) : কান বেদনা প্রথম অবস্থায় কানের ভিতর লাল দপ দপানি চিরিক মারা ব্যথায় ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 6x ১-৪ বড়ি িএক মাত্রা বয়স অনুপাতে গরম জলসহ এক ঘন্টা অন্তর ।
ম্যাগনেশিয়া ফস (Magnesia Phos) : সকল প্রকার কান বেদনা সেই বেদনা গরম তাপে বা সেকে উপশমে হইলে ম্যাগনেশিয়া ফস অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 6x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে গরম জলসহ এক ঘন্টা অন্তর ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
কানের ছিদ্র তুলা দ্বারা বন্ধ করিয়া রাখিবে ।যাহাতে বাতাস কানের ভিতর প্রবেশ করিতে পারে ।কানে গরম সেক দিলে বেদনার উপশম হয় ।ঈষৎ গরম সরিষার তৈল কানের ভিতর দিনে বেদনার উপশম হেইতে পারে ।