কান পাকা (কানে পুজ)

রোগ বিবরন : কানে জল প্রবেশ করিয়া ঠান্ডা লাগিয়া প্রদাহ হইয়া হাম জ্বর বসন্তাদির পর কানে পুজ দেখা দেয় ।কান পাকা পুরাতন হইলে বধিরতা আনায়নতা করে ।পুরাতন কান পাকা সহজে আরোগ্য হইতে চায়না ।

চিকিৎসা

ক্যান্সিকম (Capsicum) : পুরাতন কান পাকা কর্ণ পট ছিদ্র হইয়া হলুদ বর্ণের ঘণ পুজ নির্গত হয় ।মাঝে মাঝে মাথা ব্যথা হইলে এই ঔষধ উপকারে আসে ।

সেবন বিধি : শক্তি 200 বা 1m মপ্তাহ অন্তর সকাল বিকাল দুই মাত্রা সম্পূর্ণ আরোগ্য না হইলে 10m 50m cm ১৫ দিন বা মাসান্তে এক মাত্রা ।

বোরাক্স (Borax) : নিম্ন গতিতে আতংক ।অথাৎ নিচের দিকে নামিতে বা নামাইতে ভয় পাওয়া ইহার বিশেষ লক্ষন ।এই ধাতুর রোগীদের কান থেকে ঘন সাদা বর্ণের পুজ নির্গত হইলে বোরাক্স অব্যর্থ ।

সেবন বিধি : শক্তি 3x,6x প্রত্যহ তিন মাত্রা ।পুরাতন রোগীর জন্য ২০০ বা 1m সপ্তাহ অন্তর সকাল বিকাল দুই মাত্রা ।বহু পুরাতন কান পাকা 10m,50m বা শক্তি ব্যবহারে অনেক উপকার পাইয়াছি ।উপর উল্লেখিত বিশেষ লক্ষনে শিশুদের কান পাকা 3x দিনে তিন বার সেবন করিতে দেওয়ায় বহু রোগী আরোগ্য হইয়াছে ।

টেলিউরিয়ম (Tellurium) ; নতুন বা পুরাতন কান পাকায় ইহা একটি প্রসংশনীয় ঔষধ ।কানের পুজ মাংস ধোয়া জলের ন্যায় পাতলা ভিষন দুর্গন্ধ লোক কাছে বসিতে চায় না ।দুর্গন্ধ যুক্ত কান পাকায় এই ঔষধ ব্যবহারে বহু রোগী উপকার পাইতে দেখিয়াছি ।

সেবন বিধি : শক্তি 6 বা 30 প্রত্যাহ দুই মাত্রা ।পুরাতন রোগীদের জন্য 200 1m বা আরো উচ্চ শক্তি ।

সোরিনাম (Psorinum) :নতুন পুরাতন উভয় প্রকার কান পাকয় উৎকৃষ্ট ঔষধ ।হলুদ বর্ণের পুজে অত্যন্ত দুর্গন্ধ ।মল মূত্র মুখে দুর্গন্ধ স্ফুতিহীন শীতে কাতর অপরিস্কার নোংড়া রোগীদের ইহা অব্যর্থ ।

সেবন বিধি : শক্তি 200 বা 30 সকাল বিকাল দুই মাত্রা ।পুরাতন রোগীর জন্য 10m,50m সিএম ।

মার্কুরিয়াস সল (Mere Sol) : কানে পুজ রক্ত মিশ্রিত পুজে ভীষন দুর্গন্ধ ।হলুদ বা সবুজ বর্ণের পুজের সঙ্গে রক্ত ।কানে যন্ত্রনা রাতে বৃদ্ধি বিছানায় গরমে বৃদ্ধি আরোগ্য না হইলে ইহা প্রযোজ্য ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 সকাল বিকাল দুই মাত্রা ।পুরাতন রোগীর জন্য আরো উচ্চ শক্তি ।

টিউবারকিউলিনাম (Tuberculinum) : প্রায়ই সর্দি ঠান্ডা লাগিয়াই থাকে ।নাকে সর্দি কানে পুজ পুজে মাংস পচার মত দুর্গন্ধ পুরাতন কান পাকা কিছুতেই আরোগ্য না হইলে ইহা প্রযোজ্য ।

সেবন বিধি : শক্তি 200 বা 1m সকাল বিকাল দুই মাত্রা ।পুরাতন রোগীর উ্চ্চ শক্তি আরোগ্য করে ।

থুজা (Thuja) : পুরাতন কান পাকা কানের পুজ পচা মাংসের মত দুর্গন্ধ কানের ভিতর গেজ হইলে থুজা তাহা আরোগ্য করিতে পারে ।

সেবন বিধি : শক্তি 200 হইতে উচ্চ শক্তি ।নয় বছরের বালিকার দুর্গন্ধ যুক্ত কান পাকয় কানের ভিতর গেজ হইয়াছিল ।আমি তাহাকে থুজা cm সকাল বিকাল দুই মাত্রা সেবন করিতে দেই ।এক মাস পরে সংবাদ পাইলাম কান পাকা ও গেজ উভয়ই দূরীভূত হইয়াছে ।

আর্নিকা মন্ট (Arnica Mont) : কান পাকা কানের ভিতর কাঠি বা পালকালী দিয়ে খোচানো কারন অন্যন্য ঔষধে উপকার নাইলে আর্নিকায় উপকার হয় ।আমি ইহার ব্যবহারে উপকার পাইয়াছি ।

সেবন বিধি : শক্তি 1m,10m বা আরো উচ্চ শক্তি ।সপ্তাহ বা পনের দিন অন্তর সকাল বিকাল দুই মাত্রা ।পিউর গ্লিসারিন দুই ফোটা করিয়া দিনে তিন বার কানে বাহ্যিক প্রয়োগ করিলে আরো শীঘ্র উপকার হয় ।

ডায়োলা অডোরেটা (Viola Odorate) : কানে ভীষন বেদনার সহিত পুজ নির্গত হইতে থাকি এই ঔষধ সেবন উপকার হয় ।পুজ স্রাবের সহিত কান বেদনা এই ঔষধ সেবন করিতে দিয়া অনেক রোগীর উপকার হইতে দেখিয়াছি ।

সেবন বিধি : শক্তি 6 বা 30 দুই তিন ঘন্টা অন্তর ।

বাইওকেমিক চিকিৎসা

ক্যালকেরিয়া সালফ (Calcarea Sulph) : নতুন বা পুরাতন কান পাকায় গন্ধ বীহীন হলূদ বর্ণের ঘন পুজে ইহা উপকারী ।

সেবন বিধি : শক্তি 12x,30x,200x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিবসে দুইবার ।হোমিওপ্যাথিক মতে ক্যালকেরিয়া সালফ 200 বা 1m পুরাতন কান পাকায় উচ্চ শক্তি ব্যবহারে যথেষ্ট উপকার পাইয়াছি ।

সাইলেসিয়া (Silicea) : কানে পুজ মাংস ধোয়া জলের মত পাতলা দুর্গন্ধময় পুজে ইহা অব্যর্থ ।

সেবন বিধি : শক্তি 12x হইতে উচ্চ শক্তি দিনে দুই বার ।হোমিওপ্যাথিক মতে ক্যালকেরিয়া সালফ 200 বা 1m বা আরো উচ্চ শক্তি উপকারী সাইলেসিয়া ধাতুগত লক্ষন অন্য স্থানেপোবেন ।

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

কানের তির পালক বা কাঠি দিয়া খোচানো সম্পূর্ণ নিষিদ্ধ ।ডুব দিয়া স্নান চুর্ন কানের ভিতর বাহ্যিক প্রয়োগের কান পাকা আরোগ্য হয় ।মুলেন অয়েল দুই তিন ফোটা দিনে তিন বার কানের ভিতর প্রয়োগ করিলে কান পাকা আরোগ্য হয় ।