রোগ বিবরন : ইহা বড় কষ্টকর ব্যাধি । কোন কিছু ধরতে গেলে হাত কাপে লেখতে গেলে আঙ্গুল কাপে ।লেখা অসম্বব ম্বরন শক্তি হইয়া উঠে ।বৃদ্ধ বয়সে এই রোগ অধিক হইতে দেখা যায় ।মাথা কাপে হাত কাপে পা কাপার জন্য ঠিক মত হাটিতে পারে না ।
চিকিৎসা
আর্জেন্ট মেট (Argent Met) : হস্তমেথুন সপ্নদোষ অতিরিক্ত স্ত্রী সঙ্গম জনিত শুক্র ক্ষয় করিয়া দুর্বলতা ম্বরন শক্তি লোপ খিট খিটে মেজাজ শীত কাতর এই ধাতুর রোগীদের লিখিতে আঙ্গুল কাপায় ইহা উৎকৃষ্ট ঔষধ ।
সেবন বিধি : শক্তি 30,200 সকাল বিকাল দিনে দুই মাত্রা ।পুরাতন রোগে আরো উচ্চ শক্তি 1m সকাল বিকাল দুই মাত্রা ।
জেলসিমিয়ম (Gelsemium) : স্নায়ুবিক দুর্বলতা নিস্তেজ ভাব ক্লান্তি লিখতে বা কোন কিছু কাহারো সমস্ত শরীর ও কাপিতে দেখা যায় ।
সেবন বিধি : শক্তি 6,30,200 প্রত্যহ দুই বার ।
আ্যগারিকাস (Agaricus) : বৃদ্ধ বয়সে মাথা হইতে কম্পন আরম্ব হইয়া হাত পা কাপে কাহারো সমস্ত শরীরও কাপিতে দেখা যায় ।
সেবন বিধি : শক্তি Q ৪ ফোটা সামান্য জলের সহিত প্রত্যাহ তিন বার ।
স্ট্যানাম (Stannum Met) : রোগী অত্যন্ত বিষন্ন অল্পেই কেদে ফেলে ক্রন্দনশীল মনে করে বুকের ভিতরটা খালি বুকের দুর্বলতা অল্প পরিশ্রমে অত্যন্ত ক্লান্তি বোদ করে ।এই উপর থেকে নিটে নিামিতে অথাৎ সিড়ি বাহিয়া নিচে নামিতে হাপাইয়া পড়ে শীত কাতর এই ধাতুর রোগীদের কোন দ্রব্য ধরিতে গেলে হাত কাপে ।লিখিতে গেলে বা টাইপ করিতে গেলে হাৎ আঙ্গুল ধাক্কা মারে ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 প্রত্যহ সকাল বিকাল দুই মাত্রা ।পুরাতন রোগে 1m বা 10m সকাল বিকাল দুই মাত্রা ।
লোলিয়া (Loleum): লিখতে বা কোন বস্তু ধরিতে হাত কাপে আঙ্গুলের কম্পন জনিত কারনে লেখা অসাধ্য হইয়া পড়ে ।
সেবন বিধি : শক্তি 6,30 প্রত্যহ দুই বার ।
এসিড সালফ (Acid Sulph) : অতিরিক্ত খেলার কাজ করে হাতে পক্ষাঘাত ।এমনকি লিখতে গেলে হাত কাপে ।এসিড সালফ তা আরোগ্য করিতে পারে ।
সেবন বিদি : শক্তি 200 সপ্তাহে এক দিন সকালে এক মাত্রা ।পুরাতন রোগে 1m বা 10m বা আরো উচ্চ শক্তি ।
আর্নিকা মস্ট (Arnica Mont) : শরীরের কোন স্থানে আঘাত লাগা হেতু কাম্পন রোগের সুষ্টি হইলে আর্নিকা মন্ট অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 দিবসে দুই বার ।
জিস্কাম মেট (Zomci Met) ; শরীরের নিম্নাঙ্গের অর্থাৎ উভয় পায়ের কম্পন রোগে জিস্কাম একটি মহৎ কাযকারী ঔষধ ।কোন প্রকার কঠিন পীড়ায় রোগীর পা নড়িতে দেখিলে জিস্কা দেবেনে উপাকার হইবে ।চেয়ার বেঞ্চিত বসিয়া কিংবা দাড়াইয়া পা নাচানোর মুদ্রা দোষ জিস্কামে দূর হয় ।
সেবন বিধি : শক্তি 30,200 দিনে দুই মাত্রা পুরাতন রোগে আরো উচ্চ শক্তি সকালে এক মাত্রা ।
বাইওকেমিক চিকিৎসা
ম্যাগনেশিয়া ফস (Megnesia Phos) : ইহা কম্পনের প্রধান ঔষধ ।রক্ত শূন্য দুর্বল রোগীদের ম্যাগনেশিয়া ফসের সঙ্গে ক্যালকেরিয়া ফস পর্যায়ক্রমে কিছু অুধখ দিন সেবন উপকার হয় ।
সেবন বিধি : শক্তি 3x,6x ২/৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে প্রত্যহ চার বার ।পুরাতন রোগে আরো উচ্চ শক্তি ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
সহ্য মত ব্যয়াম করা ভাল ।ঠান্ডা লাগানো অনুচিত ।সকাল বিকাল খোলা বায়ুতে ভ্রমন করা হিতকর ।মাছ মাংস ডিম ঘৃত পুষ্টিকর আহার করা কর্তব্য টক খাওয়া নিষেধ ।