রোগ বিবরন : স্ত্রীলোকদের মাসিক রজঃস্রাবের ঋতুস্রাব। প্রতি ২৮ দিন পর পর ঋতুস্রাব হয়।
সাধারনত: ১২ বা ১৩ বৎসর বয়সেই ঋতুস্রাব আরম্ব হয় এবং ৪৫ হইতে ৫০ বৎসর পযন্ত ঋতুস্রাব স্ত্রীলোকদের কোন কষ্ট হয়না। এই প্রকৃতির নিয়মের তারতম্য হইলে অথাং প্রতি মাসে নিদিষ্ট সময় ঋতুস্রাব না ইহলে বা স্রাবের পরিমান কম বা বেশী হইলে কিংবা রক্তের বর্ণ পরিমান কম বা বেশী হইলে কিংবা রক্তের বর্ণ পরিবর্তন হইলে অথবা প্রতি মাসে ২/৩ বার ঋতুস্রাব দেখা দিলে রুপ বেদনা যন্ত্রনা থাকিলে ঋতু সম্বন্ধীয় কোন পীড়া হইয়াছে জানিতে হইবে ।
চিকিৎসা
হ্যামামেলিস (Hamamaelis) : ঋতুস্রাব রক্তের রং কালো ঘন চাপ চাপ চাকা চাকা রক্ত স্রাবীয় স্থানে আঘাত লাগায় মত বেদনা। ইহাতে হ্যামামেলিস উপকারী।
সেবন বিধি : শক্তি Q চার ফোটা সামান্য জল সহ তিন ঘন্টা অন্তর।
মিলিফোলিয়ম (Millefolium) : রক্তের রং টকটকে লাল। প্রচুর রক্ত স্রাব সত্তেও বেদনা যন্ত্রনা থাকে না বেদনা বিহীন রক্ত স্রাব মিলিফোলিয়ামে অব্যর্থ।
সেবন বিধি : শক্তি Q চার ফোটা সামান্য জল সহ তিন ঘন্টা অন্তর।
কলোফাইন (Caulophyllum) : ঋতুস্রাব জনিত কোমরে তলপেটে ভীষন বেদনা স্রাব অল্প বা অধিক যাহাই হউক বেদনায় রোগীনী মিলিফোনিয়ামে অব্যর্থ।
সেবন বিধি : শক্তি Q ৪ ফোটা অর্ধ ছটাক জলসহ অর্ধ বা এক ঘন্টা পর সেব্য।
পালসেটিলা (Pulsatilla) : নম্র স্বভাব কোমল মন অভিমানী সহজে কাদে বা হাসে গরমে কাতর খোলা বাতাস পছন্দ করে তাহাদের অনিয়মিত ঋতু স্রাব অনেক বিলম্বে হয়। পরিমানে অতি অল্প জরায়ুতে বেদনা ঋতুস্রাব থামিয়া থামিয়া হয় ।স্রাবের রং কালচে চাপ চাপ আবার কখনও জলের মত বর্ণহীন ইত্যাদি লক্ষনে ইহা উপকারী ।মাসে দুইবার ঋতুস্রাব ইহা ব্যবহারে উপকার পাইয়াছি ।
সেবন বিধি : শক্তি Q ফোটা সামান্য জলের সহিত দিনে ৪ বার সেব্য। 6,30 বা 200 ব্যবহারে ও উপকার হয়।
জনোসিয়া অশোকা (Jonosia Asoka) : অনিয়মিত ঋতুস্রাব দেখা দিবার পূর্বে কোমড়ে তলপেটে বেদনা ঋতু প্রায়ই বিলম্বে হয়। ২/৩ মাস অন্তর স্রাব হইতে দেখা যায়। বিলম্বে অনিয়মিত রজঃস্রাব ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি Q ৮/১০ ফোটা সামান্য জলসহ প্রত্যাহ তিন বার সেবনে ঋতু স্বাভাবিক হয়।
ক্যালি সালফ (kali Sulph) : গ্রীষ্ম কাতর খিট খিটে স্বভাব হাত পা জ্বালা এই ঋতু রোগীনী অনিয়মিত ঋতুস্রাব। স্রাব পরিমানে অল্প দেড় দুই বার তিন মাস অন্তর ঋতুস্রাব হয়। এই রোগীনীদের ক্যালি সালফ প্রয়োগে ঋতু স্বাভাবিক হইয়া স্রাবের পরিমান বৃদ্ধি হয় ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই মাত্রা ।পুরাতন রোগে 1m,10m বা আরো উচ্চ শক্তি ।
ভাইবর্ণাম অপু (Viburum OP) :ঋতুকালে অত্যন্ত যন্ত্রনাদয়ক বেদনা ।ঋতুস্রাব আরম্ব হইবার ২/১ দিন পূর্ব হইতে প্রচন্ড বাধক বেদনা দেখা দেয়। বেদনায় চোটে রোগীনী ক্রমশ: রক্ত হীন ফেকাশে দুর্বল হইয়া পড়ে ।
সেবন বিধি :শক্তি 6 বা 30 প্রত্যাহ তিন মাত্রা পুরাতন রোগে আরো উচ্চ শক্তি।
সিকেলি কর (Secale Cor) : রক্ত শূন্যা ফেক্যাশে দুর্বল রোগীনীদের শরীর ঠান্ডা ভিতরে জ্বালা গরমে কাতর কোন রুপ গরম সহ্য করিতে পারে না। আবৃত থাকিতে চায় না ।গায়ের এই সমস্ত রোগীনীদের একবার ঋতুস্রাব দেখা দিলে তাহা আর বন্ধ হইতে চায় না ।স্রাব কখনও অল্প কখনও অধিক কালচে ঘোলাটে স্রাবে অত্যান্ত দুর্গন্ধ স্রাব অনেক দিন পযন্ত চলিতে থাকে ।
সেবন বিধি : শক্তি Q ৩/৪ ফোটা তিন ঘন্টা অন্তর ।6,30 বা 200 ও উপকার হয়।
আর্সেনিক আয়োড (Arsenice Lod) : ঋতু নিয়মিত সময়ের পূর্বে অর্থাৎ মাসের মধ্যে ২/৩ বার হয় ।স্রাব পরিমানে অত্যন্ত অধিক। রোগীনীদের দিন দিন দুর্বল হইয়া পড়ে ।
সেবন বিধি : শক্তি 3x দিনে তিন মাত্রা ।ঔষধ সেবনের সয়ম জল পান নিষিদ্ধ । পুরাতন রোগে 30, 200 বা আরো উচ্চ শক্তি।
স্যাবাইনা (Sabina) : রক্তের রং লাল বা ঘোলাটে বা চাপ চাপ নড়াচড়ায় রক্ত স্রাবের বৃদ্ধি ।কোমড়ে তলপেটে বেদনা। স্রাব থামিয়া থামিয়া হইতে থাকে।
সেবন বিধি : শক্তি 1x,2x বা 3x ৩-৪ ফোটা তিন ঘন্টা অন্তর । 30 শক্তি ব্যাবহারে উপকার হয় । ইহার 2x ব্যাবহরে অনেক রোগীতে উপকার পাইয়াছি।
জ্যান্থজাইলম (Xanthoxylum) : এই ঔষধ বাধক বেদনায় উত্তম কাযকারী ঋতু সময়ে অসমেয়ে অথাঃ ২-৪ মাস বন্ধ থাকিয়া রজস্রাব দেখা দেয় ।স্রাব পরিমানে অধিক কোন সময় অল্প পেটে ভীষন বেদনায় রোগীনী দিন অস্থির হইয়া পড়ে ।
সেবন বিধি : শক্তি Q ৩-৪ ফোটা প্রত্যাহ তিন চার বার কিছু অধিক দিন সেবন বিধি অধিক দিন করিলে ঋতু স্বাভাবিক হয় ।
এব্রোমা র্যাডিক্স (Abroma Radix) : ঋতুস্রাব দেখা দিবার সময়ের বা পূর্ব হইতে তলপেটে বেদনা হইতে থাকে। স্রাব কাল চাপ চাপ অনেক দিন ধরিয়া চলিতে থাকে ঋতুকালীন সময়ে মাথা ঘুরায় বমি বমি ভাব ।স্রাব কখনও অল্প কখনও পরিমানে অধিক ।
সেবন বিধি : শক্তি Q ৪ ফোটা সামান্য জলসহ পত্যহ চার বার ।
এমন কার্ব (Ammon Carb) : ঋতুস্রাবের পূর্বে ও পরে তলপেটে ব্যথা কোলো রংয়ের রক্ত স্রাব পরিমানে অধিক ।ঋতুস্রাব আরম্ব হইলে উদরাময় দেখা দেয় ।ইহা এই ঔষধের বিশেষ লক্ষন ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 চার ঘন্টা অন্তর ।
বেলেডোনা (Belladona) : রক্তের রং লাল স্রাবের সময় যোনী দ্বারে গরম অনুভব হয় । সবিরাম বেদনার সহিত গরম রক্ত স্রাব মাথায় দপদপানি ব্যথা ।ইত্যাদি লক্ষনে বেলেডোনা উপকারী ।
সেবন বিধি : শক্তি 3x ৪ ফোটা দুই ঘন্টা অন্তর । 6, 30 বা 200 উপকারী।
সিনিসিও (Senecio) : মাসিক ঋতুস্রাবের গোলযোগ যেন লাগিয়াই থাকে। ঋতুস্রাব আরম্ব হইলে বাধক বেদনা দেখা দেয় অধিখ পরিমানে রক্তস্রাব হইতে থাকে ।ঋতু বন্ধ হইলে আর সঠিক সময়ে স্রাব হয় না ।কাশি দেখা নয় কাশির সহিত রক্ত উঠে ।আবার ঋতুস্রাব আরম্ব হইলে কাশি থাকে না ।অনিয়িমিত ঋতুস্রাব জনিত নানা উপসর্গ ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি Q ৪ ফোটা সামান্য জলের সহিত প্রত্যহ চার বার ।
ট্রিলিয়ম (Trillium) : উজ্জ্বল লাল বর্ণের রক্ত কোমরে তলপেটে উরুতে বেদনা স্রাব অনেক দিন পযন্ত চলিতে থাকে । স্রাব কিছুতেই বন্ধ হইতে চায় না ।নড়াচড়ায় স্রাবের বৃদ্ধিতে ইহা অমোঘ ।
সেবন বিধি ; শক্তি Q ৪ ফোটা সামান্য জলসহ প্রত্যহ চার বার ।
চায়না (China) : উজ্জ্বল লাল বর্ণের রক্ত স্রাব রক্ত অল্পেই চাপ বাধিয়া যায়। অুধক পরিমান রক্ত স্রাব হইতে হইতে রোগীনী রক্ত শূন্য ফেকাশে দুর্বল হইয়া পড়ে ।সমস্ত শরীরে ঠান্ডা হইয়া যায় ।ইহাতে চায়বা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 1x ৪ ফোটা সামান্য জলসহ তিন ঘন্টা অন্তর। 3x 6,30 বা 200 উপকারী ।
অষ্টিলেগো (Ustilago) : রক্তস্রাব একটু একটু করিয়া হইতে থাকে। দুই এক দিন বন্ধ থাকিয়া পুনরায় দেখা দেয় ।এই ভাবে অনেক দিন পযন্ত চলিতে থাকে ।
সেবন বিধি : শক্তি 2xবা 3x ৪ ফোটা করিয়া দিনে চার বার।
কার্বোভেজ (Corbo Vag) : কাল বর্ণের রক্তস্রাব পরিমানে অল্প। স্রাবে পচা দুর্গন্ধ অনেক দিন পযন্ত স্রাব হইতে থাকে। রোগিনী রক্ত শূন্য দুর্বল হইয়া যায় হাত পা ঠান্ডা রোগীনী পাখার বাতাস চায় ।ইহা কার্বোভেজের বিশেষ লক্ষন ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর ।
পাইনাস ল্যাম্ব (Pinus Lamb) : যে ন্ত্রীলোকের ঋতুস্রাব পরিস্কার হয় না অল্প পরিমান হয়। কিংবা ঋতুস্রাব বন্ধ থাকিলে ইহা সেবনে লুপ্ত উতু প্রকাশ পায়।
সেবন বিধি : শক্তি Q ১০ ফোটা অর্ধ ছটাক জলসহ দিবসে তিন বার সেবন করিতে হয় ।
গসিপিয়ম (Gossypium) : ঋতুস্রাব অনিয়িমত মনে হয় স্রাব প্রকাশ পাইবে কিন্ত হয় না। এই লক্ষনে ইহা উপকারী।
সেবন বিধি :শক্তি Q ১০ ফোটা অর্ধ ছটাক জলসহ প্রত্যাহ তিন বার সেবনে ঋতু প্রকাশ পায়। গর্ভবস্থায় ইহার Q অধিক পরিমানে সেবনে গর্ভপাতে হয় ।
বাইওকেমিক চিকিৎসা
ক্যালকেরিয়া ফস(Calcarea) : জীর্ণ শীর্ণ বালিকাদের মাসে দুই বার কিংবা দুই তিন মাস ঋতুস্রাব হয়। অথাৎ অনিয়মিত ঋতুস্রাব ইহা একটি কাযকারী ঔষধ ।বয়স্ক মহিলাদের ঋতুস্রাব দেড় দুই বা তিন মাস অন্তর ও হইতে দেখা যায় ।স্রাবের সময় পেটে বেদনা হইতে থাকে ।অনিয়মিত ঋতুস্রাব ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 12x বা 30x ৮ বড়ি এক মাত্রা প্রত্যাহ তিন বার ।হোমিও মতে 200 বা 1m ব্যাবহারে উপকার পাইয়াছি।
ফেরাম ফস (Ferrum Phos) : উজ্জ্বল লাল বর্ণের রক্ত স্রাবে ফেরাম ফস উপকারী। ঋতুস্রাব কোন রুপ বেদনা থাকিলে উক্ত ঔষধের সাথে ম্যাগ্নে শিয়া ফস পযায়ক্রমে ব্যবহারে খুব শীঘ্র্র্র্র উপশম হয় ।
সেবন বিধি : শক্তি 6x ৪ বড়ি এক মাত্রা গরম জলসহ পুনঃ পুনঃ সেব্য।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
আলস্য স্বাভাব পরিত্যাগ করা উচিৎ। প্রত্যুষ্যে শয্যা ত্যাগ করা ভাল। শীতল জলে স্নান উপকারী শ্রম বা ব্যায়াম করা উচিৎ ।অধিক উচিত ঋতুবতি রমনী অধিক চলাফেরা বা পরিশ্রম করা অনুচিত। বেদনা কালীন পেটে গরম সেক দেওয়া ভাল ।
রোগী বিবরন : লায়লা পাবভীন বয়স ২২ বৎসর দুই সপ্তাহে যাবৎ মাসিক রজঃস্রাব এক সময় ঘোলা ।অনেক চিকিৎসা হইয়াছি। আরোগ্য হয় নাই। পরিশেষে হোমিও চিকিৎসা সেবাইনা 2-6 ফোটা সামান্য জলসহ তিন ঘন্টানা অন্তর কয়েক মাত্রা সেবনেই আরোগ্য হইয়া উঠে ।পরে 30 দিনে তিন বার চার মাত্রা ব্যাবহারেই সম্পূর্ণ আরোগ্য হয় ।