রোগ বিবরন : অপরিমিত শুক্রক্ষয় অত্যধিক অধ্যায়ন অতিশয় মানসিক চিন্তা শোক বা দুঃখ ভোগ ভালবাসার বঞ্জিত হওয়া বিষয় সম্পত্তিতে সর্বশান্ত অধিক পরিমানে মদ্য পান ধুতরা সেবন আরো বহুবিধ কারনে মানুষ পাগল হইয়া থাকে ।বংশানুক্রমে পাগল হইতে দেখা যায় ।
চিকিৎসা
একোনাইট ন্যাপ (Aconite Nap) : তরুন উম্মদায়ক অত্যাধিক অস্থিরতা মৃত্যু ভয়ে উৎকৃ্ষ্ট উগ্র মেজাজের সহিত পাগলামীতে ইহা উৎকৃষ্ট ঔষধ।
সেবন বিধি : শক্তি 1x ৩-৪ ফোটা সামান্য ঠান্ডা জলের সহিত ।দিনে চার থেকে পাচ বার।
বেলেডোনা (Belladona): পচুন্ড উম্মাদ উগ্র মেজাজ চোখ মুখ লাল অত্যন্ত উত্তেজিত হইয়া রাগে দাত কর করে চিৎকার করে মানুষকে কামড়াতে যায় ।শিষ দেয় জিনিস পত্র ভাঙ্গীয়া নষ্ট করে নাচে লাফ দেয়।
সেবন বিধি : শক্তি 1x বা 3x ৩-৪ ফোটা সামান্য জলের সহিত দুই তিন ঘন্টা অন্তর।
স্ট্র্যামোনিয়ম (Stramonium) : উম্মাদ মারিতে চায় গালাগালি করে এসিড সেদিক দৌড়ায় থাকিতে ভয় পায় লোক সঙ্গ পছন্দ করে।
সেবন বিধি : শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর ।
হায়োসিয়ামস (Hyoseyamus) : ভয় হিংসা বা প্রেমে নিরাশ হইয়া উম্মাদ হইলে কাপড় ছিড়িয়া ফেলে অত্যন্ত সন্দেহ সকলকে অবিশ্বাস করে মনে করে তাহাকে বিষ খা্ওয়াইয়া মারিতে চায় ।ঔষধ খাইতে চায় না মাঝে মাঝে ভাল মানুষের মত ঢলে।
সেবন বিধি : শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর ।
নাক্স ভমিকা (Nux Vomica) : মদ গাজা আফিম ভাং কোন প্রকার নেশা জাতীয় পান করিয়া উম্মাদ ।অসংলগ্ন কথা বলে হাসে কাদে নাচে মাঝে মাঝে উলঙ্গ হিইয়া যায় নেশা খোরদের পাগলামীতে ইহা অব্যর্থ।
সেবন বিধি : শক্তি 1x বা 6 দু্ই তিন মাত্রায় উপকার হয় ।
রাউলফিয়া (Rauwalfia) : সর্ব প্রকার উম্মাদ আফিম রোগের শ্রেষ্ঠ ঔষধ ।এই ঔষধ সেবনে করিতে দিয়া ডাঃ জয়নাল আবেদীন ভৃষ্ণা কয়েকটি উম্মাদ রোগী আরোগ্য করিয়াছেন।
বিধি : শক্তি Q ১০ ফোটা অর্ধ ছটাক জলসগ দিনে চার বার সেবন করিতে হয়।
বাইওকেমিক চিকিৎসা
ক্যালি ফস (Kali Phos) : সর্ব প্রকার উম্মাদ পীড়ায় এই ঔষধ প্রধান। অতিরিক্ত লেখাপড়া করিয়া বা মানসিক চিন্তা জনিত উম্মদ কখনও হাসে কখনও কাদে কখনও দুঃখতি মনে বসিয়া থাকে ।কাহারো সাথে কথা বলিতে চায় না ।তাহার সাথে কেহ কথা বলুক তাহা সে পছন্দ করে না ।নানা প্রকার অসংলগ্ন কথা বলে ।শোক বা দুঃখ জনিত উম্মদনায় ক্যালি ফস অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 6x বা 12x ৪ বড়ি এক মাত্রা দিবসে চার বার। এই ঔষধ সেবন করিতে দিয়া আমি কয়েকটি উম্মাদ রোগী আরোগ্য হইতে দেখিয়াছি।
নেট্রাম মিউর (Natrum Mur): কথা বলিবার সময় পরে কি বলিবে তাহা ভুলিয়া যায় ।কিছুই মনে রাখিতে পারেনা মাঝে মাঝে আনন্দিত পরক্ষনেই দুঃখিত ।কেহ তাহার কাছে থাকুক ইহা সে পছন্দ করে না ।
সেবন বিধি : শক্তি 12x ৪ বড়ি এক মাত্রা দিনে তিন বার।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
উম্মাদ রোগীর প্রতি সদয় ব্যবহার করা কতর্ব্য। মারধর বা কোনরুপ যাতনা দেওয়া অনুচিত। রোগীকে বিরক্ত করিবেনা। রোগীর মন যাহাতে প্রফুল্ল থাকে সেইরুপ কাযকরিবে। রোগীকে গ্রহে আবদ্ধ করিয়া রাখা ভাল প্রত্যাহ স্নায় করান এবং বল কারক আহার দেওয়া অবশ্যক ।