রোগ বিবরন : স্ত্রী লোকদের এই পীড়া থাকলে তাহার সহবাস করিলে পুরুষের এই পীড়া হইয়া থাকে ।আবার পুরুষের এই পীড়ার থাকলে সহবাসে স্ত্রীলোকদের এই পীড়া হইতে পারে ।দৃষিত লোকদের সঙ্গে সঙ্গমের প্রায় তিন সপ্তাহ পরে পুরুষের মুন্ডে মটরের ন্যায় ক্ষত দেখা দেয় ।সামান্য পাতলা পুজ থাকে ।ক্ষতে হইতে পুজ রক্ত পড়ে ।কোন কোন স্থানে ক্ষত বাড়িয়া গভীর হইতে থাকে ।ক্রশঃ এমন হয় ।পুরুষেদের বেশ বড় ঘায়ে পরিনত হয় ।আস্তে সমস্ত শরীরের রক্ত দুষিত হইয়া যায় ।সিফিলিস রোগীর যন্ত্রনা সন্ধ্যান ও রাতে বৃদ্ধি পায় ।উপদাংশ রোগান্তর ব্যাক্তির কাপড় চোপর সুস্থ ব্যাক্তি ব্যবহার করিলে এই রোগে আক্রান্ত হইতে পারে ।
চিকিৎসা
মার্কুরিয়াস সল (Mere Sol) : উপদংশ রোগের প্রথম বস্থায় মটর কলাইর মত ক্ষতের ভিতরে পুজের মত দেখা গেলে ইহা উৎকৃষ্ট ঔষধ ।
সেবন বিধি : শক্তি 3x বিচুর্ণ প্রত্যাহ ৩-৪ বার কিছুদিন সেবনে অধিকাংশ পীড়া আরোগ্য হয় ।
এসিড নাইট (Acid Nit) : উপদংশের ক্ষতের ধার গুলি অসমান সেই ঘায়ে কাঠি দিয়া খোচা বেধার মত যন্ত্রনা র্স্পশ বা ঘর্ষনে পড়লে এই ঔষধে বিফলে যায় না ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 প্রত্যহ ২ মাত্রা ।পুরাতন রোগে 1m 10m বা আরো উচ্চ শক্তি ।
ক্যালোট্রেপিস (Callotrpis) ; গর্মি পীড়ায় অন্যন্যা ঔষধ বিফল হইলে এই ঔষধটি একবার পরীক্ষা করিবেন ।
সেবন বিদি : মূল অরিষ্ট ৬ ফোটা অর্ধ ছটাক জলের সহিত প্রত্যাহ তিন বার সেবন করিতে দিয়া আমি বেশ কয়েকটি রোগী আরোগ্য হইতে দেখিয়াছি ।
কন্ডুরেঙ্গো (Condurango) : লিঙ্গাগ্র চর্মের ক্ষতে কন্ডুরেঙ্গো উৎকৃষ্ট ঔষধ ।
সেবন বিদি : শক্তি Q চার ফোটা সামান্য জলের সহিত প্রত্যহ ৩-৪ বার সেবন ।ওইহার Q ২০ ফোটা চার আউন্স জলের মিশিইয়া দৈনিক তিন বার ক্ষত স্থান ধৌত করিয়া পরিস্কার রাখিলে উপকার হয় ।
জ্যাকারাডা (Jacarander) : সিফিলিস গর্মি পীড়া লিঙ্গ মুন্ডের আবরনের নিচে ক্ষত স্থানে পুজ হইলে ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি Q 6 ফোটা সামান্য জলসহ দিনে চার বার ।
বাইওকেমিক চিকিৎসা ।
ক্যালি মিউর (Kali Mur) : আক্রান্ত স্থানের ক্ষতে সাদা বর্ণের পুজ চতুর্দিকে লাল বর্ণ ও টাটানি ব্যথায় ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 6x চার বড়ি এক মাত্রা ।প্রত্যাহ তিন বার সেবন ও উহার 3x বিজুর্ণ ক্ষতের উপর বাহ্যিক প্রয়োগ করিতে হয় ।
ক্যালকেরিয়া সালফ (Calcarea Sulph) : উপদংশের ক্ষতে বা বা বাগীতে পুজ উৎপন্ন হইলে সেই পুজ নিবারন করিবার জন্য ইহা পযোজ্য ।
সেবন বিধি : শক্তি 12x, 30x বা 200x ৪ বড়ি িএক মাত্রা দিনে দুই বার সেব্য ।
ক্যালকেরিয়া ফ্লোর(Calcarea Flour): উপদংশ ক্ষতে বা বাগীতে পুজ উৎপন্ন হইলে সেই ক্ষতের পার্শ্ব তদ্রুপ শক্ত দেখা যায় ক্যালকেরিয়া ফ্লৈার উপযোগী ।
সেবন বিধি : শক্তি 12x, 30x বা 200x ৪ বড়ি এক মাত্রা দিনে দুই বার ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
ক্ষত স্থান নিম পাতা সিন্ধ জলে ধৌত করা ভাল ।ক্যালিন্ডুলা Q এক ভাগ অর্লিভয়েল তিন ভাগ মিশাইয়া দিনে তিন বার বাহ্য প্রয়োগ ।রোগীর কাপড় চোপড় বিছানা পাত্র পরিস্কার রাখিবে মাদক দ্রব্য ধুমপান রাত্রি জাগরন বা দিবা নিদ্রা স্পূর্ণ নিষিদ্ধ ।পুষ্টিকার খাধ্য আহার করিবে ।যেমন গাওয়া ঘি ধুদ লুচি মোহন ভোগ পুরাতন আতপ চাউলের অন্ন কলার মোচা কাচ প্রভূতি আহার করা ভাল ।মাছ মাংস ডিম মাসকলাই ডাউল অধিক মিষ্টি দ্রব্য আহার করা নিষেধ ।
রোগী বিবরন : দূর্গাচরন শীল বয়ষ ২৮ বছর জন্মস্থান নবীনগর নরসিংদী সদর থানার এক গ্রামে শ্বশুড় বাড়িতে থাকেন ।ব্রাক্ষন বাড়িয়া কোন এক সেলুনে চাকুরী করে ।চরিত্র তেমন ভাল না ।মাঝে মাঝে নিষিদ্ধ পল্লীতে দ্বারা আবৃত্ত ।চলা ফেরায় খুব কষ্ট ।আক্রন্ত হয় ।লিঙ্গের মাথায় গাভীর ক্ষতে সাদা পুজ দ্বারা আবৃত্ত ।চলা ফেরায় খুব কষ্ট লিঙ্গের মাথায় ন্যাকড়া দিয়া বাধিয়া চলিতে হয় ।রাতে সুরসুরানি টনু টলে গিন গিসে ব্যথা ।১৯৭৩ সালে ৪ঠা জ্বলােই ক্যালট্রেপিস Q ৪ফোটা ঔষধ সামান্য ঠান্ডা জল সহ তিন ঘন্টা অন্তর সেবন ও ক্যালেন্ডুলা Q মিশ্রিত জল দ্বারা ধৌত করিতে দেওয়াতে প্রায় তিন সপ্তাহে রোগী আরোগ্য হয় ।পরে মাঝে মাঝে রাতে চুলকানির জন্য সিফিলিনিয়ম 1m সকালে এক মাত্রা দেওয়া হয়েছিল ।