রোগ বিবরন : অতি ভোজন রাত্রি জাগরন ঘ্রত পক্ক দ্রব্য পোলার অধিক মসলাযুক্ত খাদ্য ভক্ষণ অপরিস্কার জল পান বাসি পচা বা দুর্গন্ধযুক্ত দ্রব্য আহার গর্মামান্ত অবর্থায় বরফ ।বা ঠান্ডা জল পান শোক দুঃখ ভয় প্রসূতি স্থান দোষ ক্রিমি শিশুর দাত উঠাকালিন মা উত্তেজিত অবস্থায় শিশুকে স্তান পান ইত্যাদি উদরাময় ডায়রিয়া হইতে পারে ।
চিকিৎসা
একানাইট ন্যাপ (Aconite Nap) : চাউল ধোয়া জলের মত দান্ত বমি অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় অদ্যম্যা জল পিপাসা অধিক পরিমান ঘন ঘন জল পান ই্ত্যাদি লক্ষনে ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 1x ৫/৬ ফোটা ৪ আউশ জলে মিশ্রিত করিয়া দুই বা এক চামচ মাত্রায় অর্ধ বা এক ঘন্টা অন্তর ।
আর্সেনিক এলব (Arsinic Alb) : সবুজ বা হলদে রঙের পাতলা মল ।মলে অত্যন্ত দুর্গন্ধ গাত্র দাহ ছটফটানি অদম্য জল পিপাসা অল্প মাত্রায় ঘন ঘন জল পান করে জল পানে পেটে বেদনা বৃদ্ধি হয় দান্ত না হয় বমি ।বরফ বা অতিরিক্ত ঠা্ন্ডা পাণীয় কিংবা ফল মূল ভক্ষনে উদরাময়ের উৎপত্তি ।
সেবন বিধি : শক্তি 3x 6,30 বা 200 দুই চার মাত্রা সেবনেই উপকার হয় ।
পডোফাইলাম (Podophyllum) : তরল মল পরিমানে অধিক মলে অত্যন্ত দুর্গন্ধ ।ভোর রাত হইতে আরম্ব কমতে থাকে ।পেটে কোন রুপ ব্যথা থাকে না ।
সেবন বিধি : শক্তি 200 1m বা আরো উচ্চ শক্তি সকাল বিকাল দুই মাত্রাই উপকার হয় ।
সালফার (Sulphur) : ভোর রাত্রে বাহ্যোর বেগে ঘুম ভাঙ্গে ।সঙ্গে সঙ্গে পায়খানার দৌড়াইতে হয় ।এক মুহূর্তে বিলম্ব সহ্য হয় না ।হরিদ্রা বা সবুজ রঙ্রের পাতলা মল মলে অত্যন্ত দুর্গন্ধ ।অপরিস্কার নোংড়া শরীরে দুর্গন্ধ পায়ের তলায় জ্বালা এই প্রকৃতির রোগীদের ইহা অধিক উপকারী ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 পুরাতন রোগে আরো উচ্চ শক্তি সকাল বিকাল দুই মাত্রা সবেনেই ফল পাইবেন ।শিশুদের হাগা রোগা গহ্য দ্বার লাল হইয়া গেলে সালফার অব্যর্থ ।
নেট্রাম সালফ (Natrum Sulhp) : ঘুম ভাঙ্গিবার কিছুক্ষন পরেই উদরামের বৃদ্ধি ।রোগী পায়খানার বসিলে বায়ু নিঃসরন হয় ।হলদে রঙের পাতলা মল ফট ফট পট পট করিয়া নির্গত হয় ।পেট ফুলিয়া উঠে ভুট ভাট্র করিয়া ডাকে ।সকাল বেলায়্ই কিছুক্ষন পর পর কয়েক বার পায়খানায় যাইতে হয় ।এই সমস্ত লক্ষনে নতুন বা পুরাতন উদরামের নেট্রামে সালফ উপকারী ।
সেবন বিধি : শক্তি 30,200 পুরাতনে আরো উচ্চ শক্তি দুই তিন মাত্রা সেবনেই উপকার হয় ।
মার্কুরিয়াস ডলস (Mere Dulcis) : শিশুদের সবুজ বর্ণের পায়খানা ছাকড়া ছাকড়া মলের সঙ্গে আম কোথানী বিহীন হাগ রোগে এই ঔষধ বিশেষ কাযকারী ।
সেবন বিধি : শক্তি 6, 30 বা 200 দিবসে দুই তিন মাত্রা কয়েক মাত্রা সেবনেই উকপকার হয় ।
ক্যালমোমিলা(Chamomilla) : ডিম পচার ন্যায় গন্ধযুক্ত উদরাময় সবুজ আমযুক্ত পিত্ত মিশ্রিত তরল বাহ্যে ।শিশু সারা দিন ঘ্যান ঘ্যান প্যান প্যান করে ।কোলে উঠিয়া বেড়াইতে চায় অত্যান্ত রাগী বদ মজাজি।সর্বদায় ঘ্যন ঘ্যান প্যান প্যান করিয়া কান্ন কাটি করে ।শিশুদের দাত উঠিয়ার কালীন প্রায়ই এই লক্ষনটি দেখা যায় ।ইহাতে ক্যামেমোলিয়া অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 6, 12 বা 30 তিন ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেব্য ।
ক্রোটন টিগ (Croton Tig) : উদরাময় হলদে বর্ণের পাতলা মল পরিমানে অধিক পিচকারীর ন্যায় বেগে নির্গত হয় ।মল ত্যাগের পূর্বে পেটে গড় গড় কল কল করিয়া ডাকে ।পায়খানার বেগে রোগীকে ব্যস্ত করিয়া তুলে ।পান বা আহারে রোগের বৃদ্দিতে ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর সেব্য ।
রিয়ুম (Rheum): সবুজ বর্ণের মলের সহিত আম মিশ্রিত ফেনা ।মলে টক গন্ধ পোষ্যে শিশুদের টক গন্ধ যুক্ত বাহোতে এই ঔষধ কাযকারী ।
সেবন বিধি : শক্তি 6,30 বা 200 তিন ঘন্টা অন্তর সেব্য ।
ক্যালকেরিয়া কার্ব(Calcarea Carb) : মোটা থল থলে মেদ পূর্ণ শিশুদের উদরাময় টক গন্ধযুক্ত সাদা রঙের বাহ্যে দুধ খাইলে টক বমি করে ।মায়ের স্থনা দুগ্ধ বাড়িয়া শিশুর উদরাময়ে ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর কয়েক মাত্রা ।শিশুর মাতাকে দুই উক্ত ঔষধ সেবনে করিতে দিবেন ।
চায়না (China) : খাদ্য দ্রব্য উত্তম রুপে না হইয়া পাতলা মলের সহিত আস্ত বা অর্ধ ভাঙ্গা নির্গত হয় ।পেট ফাপে মাঝে মাঝে ঢেকুর উঠে আহারে পর উদরাময় বৃদ্ধি নাক মুখ কান ঠান্ডা দুর্বলতায় ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 3x তিন ঘন্টা অন্তর কয়েক মাত্রা ।পুরাতন রোগে আরো উচ্চ শক্তি সকাল বিকাল এই মাত্রা ।
ওলিয়েন্ডার (Olenader) : জলের মত পাতলা মল ।দুই তিন দিন পূর্বে যাহা আহার করিয়া ছিল হজম না হইয়া পায়খানায় সাথে আস্ত আস্ত নির্গত হয় ।বায়ু নিঃসরন কালে অর্থাৎ বাত কর্ম দিলে অসারে মল নির্গত হইয়া যায় ।যে সমস্ত ছেলে মেযেদের প্রায় প্রায়ই পেটে অসুখ করে তাহাদের ক্ষেত্রে এই ঔষধটি বিশেষ প্রযোজ্য ।
সেবন বিধি : শক্তি 6 30 তিন ঘন্টা অন্তর মাত্রা ।পুরাতন রোগে 200 বা 1m সকাল বিকাল দুই মাত্রা ।
রিসিনাস (Ricinus) : নতুন বা পুরাতন উদরাময়ের উত্তম ঔষধ ।চাউলে ধোয়া জলের মত বা ভাতের মাড়ের মত অজীর্ন মল ।মাঝে মাঝে পিপাসা ঘন ঘন মুখে থু থু উঠে ।উদরাময়ে পেটে বেদনার লেশ মাত্রও থাকে না ইত্যাদি লক্ষনে ইহা প্রযোজ্য ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর কয়েক মাত্রা ।
ইনোথেরা (Oenothera) : ইহা বিশেষত নতুন বা পুরাতন উদরাময় একটি উৎকৃষ্ট ঔষধ ।বহু দিন যাবৎ উদরাময়ে ভুগিয়া শিশু দুর্বল হইয়া পরিলে বা প্রসবের পর প্রসূতির উদরাময় সুতিকো গ্রীস্মকালীন উদরাময় ও শিশু কলেরার সেরা ঔষধ ।
সেবন বিধি : শক্তি Q ২-৪ ফোটা বয়স অনুপাতে সামান্য জলের সহিত প্রত্যাহ চার বার ।
বাইওকেমিক চিকিৎসা
নেট্রাম ফস (Natrum Phos) : শিশু উদরাময় ডায়রিয়া ঘন ঘন পাতলা পায়খানা ওবমি করিতে করিতে শিশু অত্যন্ত নিস্তেজ হইয়া পড়ে ।তখন এই তিনটি ঔষধ সেবনে অব্যর্থ ফল দেয় ।
সেবন বিধি : শক্তি ৩x ১৫ টি বড়ি প্রতিটি থেকে ৫ টি করিয়া চার আউন্স জলে মিশ্রিত করিয়া এক চামচ মাত্রায় অর্ধ বা এক ঘন্টা অন্তর ।
ক্যালকেরিয় ফস(Calcarea Phos) : দেহ অপেক্ষা মাথাটি বড় পেটটি খাল পরা জীর্ণ শীর্ণ দুর্বল শিশুদের উদরাময় উদরাময় সবুজ বর্ণের হরমোনের বাহ্যে ।যাহা খায় তাহাই বাহ্যের সাথে নির্গত হয় ।চোখ মুখ বসিয়া যায় ।শিশুদের দন্ত নির্গমন কালীন উদরাময় ইহা ভিশেষ উপকারী ।
সেবন বিধি : শক্তি 2x বা 6x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে তিন ঘন্টা অন্তর ।পুরাতন আরো উচ্চ শক্তি ।
নেট্রাম সালফ (Natrum Sulph) : প্রাতকালে উদরাময়ের বৃদ্ধি হলদে রঙের পাতলা মল পট ফট শব্দ করিয়া বায়ুসহ মল নির্গত হয় পেট ডাকে ।
সেবন বিধি : শক্তি 6x বা 12x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে তিণ ঘন্টা অন্তর ।
নেট্রাম মিউর (Natrum Mur) : অত্যাধিক লবন প্রিয় ঘাড় শীর্ণ মেজাজ অত্যন্ত রাগী মান্তনায় বৃদ্ধি ।এই ধাতুর রোগীদের উদরাময়ের নাক খোটে বেদনা জলের মত পাতলা মল ।নতুন বা পুরাতন উদরাময়ে ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 6x বা 12x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে প্রত্যাহ তিন বার ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
জল বার্লি বা জল এরারুট দিবে তৃষ্ণা থাকিলে জল পান করিতে দিবে ।ডাবের জল সুপথ্য ।পচুর স্যালাইন পান করিবে ।স্যালাইন অবাবে এক মুঠো গুড় এক চিমটি লবন আধা সের পরিশ্রুত জলের সহিত মিশ্রিত করিয়া ঘন ঘন রোগীকে খাইতে দিবে ।মল ঘাঢ় হইলে সরু চাউলের অন্ন জীবীত শিং মাছের ঝোল সুপথ্য ।
রোগী বিবরন : নরসিংদী শহর থেকে প্রায় ৫ মাইল দূরে চর অঞ্জলের এক পুরানা বন্ধবড় আমার নিকট তার ভাইয়ের ছেলেকে চিকিৎসার জন্য দিয়ে আসেন ।ছিপ ছিপে লম্বা সুন্দর চেহারা ।খিট খিটে মেজাজের ছেলে অত্যন্ত রাগী চার মাস যাবৎ পেটে অসুখে ঘাড় গলা শুকনা মুখ চুপসান দারুন পিপাসা রাতে ঘুম থেকে জাগিয়াও দুই এক বার পানি পান করে ।নেট্রাম মিউর 1m সকাল বিকাল দুই মাত্রা সেবনেই ছেলেটি সম্পুর্ণ সুস্থ হয়ে উঠে ।আর কোন ঔষধের প্রয়োজন হয় নাই ।