রোগ বিবরন : পুনঃ পুনঃ শ্লেস্মাযুক্ত কিংবা রক্ত মিশ্রিত অল্প মলত্যাগ কুস্থন পেটে শূল বেদনা ইহা বৃহদন্ত্রের রোগ ।অনুপযুক্তি আহার পেটে ঠান্ডা লাগা বাসিপচা মাছ মাংস আহার অপরিস্কার জল পান ঋতুর পরিবনর্তন ইত্যাদি কারনে এই রোগ জন্মইতে পারে ।
চিকিৎসা
একোনাইট ন্যাপ (Aconit Nep) : সর্ব প্রকার আমাশয় পীড়ায় প্রথমবস্থায় অর্থাৎ প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিনে শ্বেত বা রক্ত বর্নের আম ঘন ঘন বাহ্যর বেগ অল্প পায়খানা কুস্থন ইত্যাদি লক্ষনে একোনাইট ন্যাপ অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 30 বা 200 তিন ঘন্টা অন্তর সেব্য ।
মার্কুরিয়াস সল (Mere Sol) : আমাশয় পীড়ার উৎকৃষ্ট ঔষধ ।ঘন ঘন পায়খানার বেগ অত্যাধিক কোথানী বাহ্যের সময় পূর্বে ও পরে পেটে শূলনী পেটে থোকা থোকা আম তার সাথে মাঝে মাঝে অল্প রক্ত ।আমাশয় পীড়ার অত্যন্ত কোথানী ও আমের ভাগ বেশী থাকিলে এই ঔষধের ব্যবস্থায় বহু রোগী আরোগ্য হইয়াছে ।
সেবন বিধি : শক্তি 3x বিচুর্ণ তিন ঘন্টা অন্তর ।200 শক্তি ব্যবহারে ও উপকার পাইয়াছি ।
মার্কুরিয়াস কর (Mere Cor) : আমাশয় বাংলাদেশী ঔষধ ।ভাদ্র মাস হইতে মাঘ মাস পযর্ন্ত আমাশয় পীড়ার উত্তম কাযকারী ।পায়খানার সাথে আমরক্ত পেটে শূলণী ব্যথা ।ঘন ঘন পায়খানার বেগ ।
সেবন বিধি : শক্তি 3x তিন ঘন্টা অন্তর ।ইহার 6 ব্যবহারে ও উপকার পাওয়া যায় ।
আটিস্টা ইন্ডিকা (Atista Ind) : আমাশয় পীড়ায় রক্তের ভাগ অধিক ।আম অল্প মাঝে মাঝে শুধু রক্ত ।ঘন্ ঘন পায়খানা বেগ পেটে যন্ত্রনা দায়ক বেদনা অত্যাধিক কোথানী ইত্যাদি লক্ষনে ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি Q ২-৪ ফোটা বয়স অনুপাতে সামান্য জলসহ তিন ঘন্টা অন্তর ।
চ্যাপারো (Chaparro) : পুরাতন আমাশয় পীড়ায় উত্তম কাযকারী ঔষধ ।পায়খানার আমের ভাগ বেশী মাঝে মাঝে অল্প রক্ত পেটে একোনাইট ন্যাপ (Aconit Nep) : সর্ব প্রকার আমাশয় পীড়ায় প্রথমবস্থায় অর্থাৎ প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিনে শ্বেত বা রক্ত বর্নের আম ঘন ঘন বাহ্যর বেগ অল্প পায়খানা কুস্থন ইত্যাদি লক্ষনে একোনাইট ন্যাপ অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 1x আট ফোটা ৪ আউন্স জলে মিশাইয়া এক বা দুই চামচ বয়স অনুপাতে দুই ঘন্টা অন্তর সেবন করিতে হয় ।
ক্যালি নাইট (Kali Nit) : দুর্বল রোগী হাত পা ঠান্ডা শীত কাতর এই প্রকৃতির রোগীদের ঘন ঘন বাহ্যর বেগ রক্ত মিশ্রিত আম ইত্যাদি রহিয়াছে তখন ক্যালি নাইট প্রয়োগ করিলে রোগ সম্পর্ণ আরোগ্য হয় ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 তিন ঘন্টা অন্তর সেব্য ।
নাক্স ভমিকা (Nux Vomica) :হিংসুক বদমেজাজী শীত কাতর রোগীদের ক্রমাগত পায়খানার বেগ পরিমানে পায়খানা অল্প করিয়া তার সাথে রক্ত মেশানো আম কখন ও সাদা আম কখন ও শুধু রক্ত ।পেট ব্যথা করিয়া বেগ হয় কিন্ত পায়খানার পর ব্যথা থাকেনা ।
সেবন বিধি : কলোসিস্থ (Colocynth) : ঘন ঘন পায়খানার বেগ হলুদ বর্ণের পায়খানার সহিত আমরক্ত মাঝে মাঝে পিও মিশ্রিত ফেনা পেটে অত্যন্ত বেদনা সেই বেদনা চাপিয়া ধরিলে আরাম বোধে কলোসিস্থ অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 3x তিন চার ফোটা সামান্য ঠান্ডা জল সহ তিন ঘন্টা অন্তর সেব্য ।
এলোজ (Aloe) : হলদে রঙের বাহ্যের সহিত থলথলে রক্ত মেশানো আম ।বাহ্য কখনও অল্প কখনও অধিক ।গুহ্য দ্বার অসাড় সময় সময়বাত কর্মের সংগে মল বাহির হইয়া পড়ে ।বাহ্যর পূর্বে পেট খুব ডাকে ।প্রস্রাব করিতে বসিলে বাহ্যর জন্য খুব সাবধান হইতে হয় ।অসাড়ে পায়খানা এলোজের ব্যথা পায়খানার কোথানী বড় একটা থাকে না । ইহা ব্যবহার করিতে দিয়া আমি বহু রোগী আরোগ্য হইতে দেখিয়াছি ।
সেবন বিধি ; শক্তি Q বা 3x ৪-৬ ফোটা অর্ধ ছটাক জলসহ দিনে তিন বার ।কিছু অধিক দিন সেবন করিতে হয় ।
আট্রম্বিডিয়াম (Trombidium) : নতুন বা পুরাতন আমাশয়ে ইহা একটি উৎকৃষ্ট ঔষধ ।বাহ্যের সহিত আম রক্ত পেটে শূলনী ব্যথা বাহ্যের পর মলদ্বারে জ্বালা কিছু পান বা আহার করিলে পীড়ার বৃদ্ধি ।
সেবন বিধি : শক্তি 6 30 বা 200 প্রত্যহ দুই বার কিছু দিন সেব্য ।
পেট্রেলিয়ম (Petuolium) : শিশুদের মাশয় পীড়ায় উৎকৃষ্ট ঔষধ ।আমযুক্ত ফেনা ফেনা হলদে মল ।মাঝে মাঝে শুধু রক্ত ।বমি বা বমি বমি ভাব হইলে পর্যায়ক্রমে ব্যবহার ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 6 দুই ঘন্টা অন্তর পর্যায়ক্রমে ।
কলচিকম (Colchicum) : ঘন ঘন বাহ্যে থলে আমের সহিত রক্ত মাঝে মাঝে শুধু রক্ত ।পেট ফোলা পেটে শূলনী বেদনা ।বাহ্যেতে কোথানী অধিক ।রোগী খাদ্য দ্রব্য রন্ধনের গন্ধ সহ্য করিতে পারে না ।ইত্যাদি লক্ষনে ইহা উপযোগী ।
সেবন বিধি : শক্তি 30, 200 তিন ঘন্টা পর পর ।
ক্যাপসিকাম (Capsicum) : চট চটে সঙ্গে রক্ত মিশ্রিত সবুজ বর্ণের আম ।মল ত্যাগের পরও মলদ্বারে জ্বালা ও বেগ থাকে ।পিপাসার জল পান করিলেই শীত শীত বোধ করে ইত্যাদি লক্ষনে এই ঔষধ উপকারী
সেবন বিধি : শক্তি 6 বা 30 তিন ঘন্টা অন্তর সেব্য ।
বাইওকেমিক চিকিৎসা
ফেরাম ফস (Ferrum Phos) : আমাশয় পীড়ায় প্রথম বস্থায় ঘন ঘন বাহ্যের বেগ তৎসহ আম বা রক্ত মলত্যাগ কালীন কুস্থন ইত্যাদি লক্ষনে ইহা উপকারী ।পীড়ার দ্বিতীয় বস্থায় শ্বেত বর্ণের জিহ্বা বিশিষ্ট রোগীদের উক্ত ঔষধের সঙ্গে ক্যালি মিউর পর্যাক্রমে সেবন করিলে আমাশয় আরোগ্য হয় ।
সেবন বিধি : শক্তি 6x, 12x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দুই ঘন্টা পর পর ।
ক্যালকেরিয়া সালফ (Calcarea Sulph) : পুরাতন আমাশয় পীড়ায় মলত্যাগ কোথানী অল্প শ্লেম্বা রক্ত বা পুজের মত পরিলে ইহা উপকারী ।পুরাতন আমাশয় পীড়ার লক্ষন অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধের সঙ্গে পযায়ক্রমে সেবন করিতে দিয়া অনেক রোগী আরোগ্য হইতে দেখিয়াছি ।
সেবন বিধি : শক্তি 12x 30x ২-৪ বড়ি এক মাত্রা ।বয়স অনুপাতে কিছুদিন সেব্য ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
পেটে অত্যাধিক ব্যথা থাকিলে কলোস্থিস Q এক ড্রাম ৪ আউন্স পরিমান জলের সহিত মিশাইয়া ন্যাকড়া ভিজাইয়া পেটে জল জট্রি দিলে বেদনা উপশম হয় ।প্রবল জ্বর অবস্থায় জল বার্লি জল সটি এরারুট সুপথ্য ।জ্বর না থাকিলে পুরাতন চাউলের অন্ন কাচ কলা জীবীত শিং বা মাগুর মাছের ঝোল পাকা বা কাচা বেল পোড়া হিতকর ।