আচিল (উপমাংস)

রোগ বিবরন : ইহা এক প্রকার অর্বুদ চর্মের উপর জন্মে ।ছোট বড় নিরেট ফাটা ফাটা ফুল কপির মতো বা সুচালো। আচিলে কোন রুপ কষ্ট হয় না ।দেখিতে বিশ্রি দেখায় রস ঝড়ানো বা রক্ত স্রাবী করিয়া আচিল দেখিতে পাওয়া যায়

চিকিৎসা

থুজা (Thuja) : যদি কোন রোগীর শরীরে আচিলগুলি ফুল কপির মত ফাটা ফাটা শক্ত চলতি কথায় যাহাকে কাঠ মেজ বলে ।থুজা ইহার অব্যর্থ মহৌষধ ।সেবন ও ইহার পেয়াজ খাইলে থুজার ক্রিয়া নষ্ট হয় ।

কষ্টিকাম (Causticum) : নাকে মুখে বা শরীরে বিভিন্ন স্থানে নিরেট মসৃণ আচিল কিংবা কলমের আগার মত সুচালো কষ্টিকমে অব্যর্থ ।এই রোগীর মনটি বড়ই কোমল মানসিক ভীতিপূর্ন শীত কাতর ।

সেবন বিধি ; শক্তি 200 বা 1m সকাল বিকাল দুই মাত্রা ।পুরাতন রোগে আরো উচ্চ শক্তি ।

ষ্ট্যাফিসেগ্নিয়া (Staphysagria) : বদ মেজাজী ভীরু স্বভাব শীত কাতর অতিরিক্ত কামাতুয়া ।এই ধাতুর রোগীদের শরীরের বিভিন্ন স্থানে ডুমুর বা ফুল কপির মত ছোট বড় আচিলে ইহা উপকারী ।

সেবন বিধি : শক্তি 200 বা 1m সকাল বিকাল দুই মাত্রা পুরাতন রোগে আরো উচ্চ শক্তি ।

এসিড নাইট (Acid Nit) : গুহা দ্বারে লিঙ্গে অন্ডকোষে কুচকুচিতে চোখের পাতায় শরীরের বিভিন্ন স্থানে ছোট বড় কপির মত আচিল স্পর্শে রক্ত পড়ে ।গুপ্ত স্থানে আচিল দুর্গন্ধ রস ঝড়ে ।রক্তস্রাবী আচিলে ইহা অব্যার্থ মহৌষধ ।১৯৯২ ইং জুন মানে ১২ বৎসরের পুরাতন আচিলের রোগী আমার নিকট চিকিৎসা জন্য আসে ।গুপ্ত স্থানে তলপেটে কুচকিতে অন্ডকোষে লিঙ্গে বহু সংখ্যাক আচিল ।আচিলগুলি হইতে দুর্গন্ধ রস ঝুড়িতে ।আমি তাহাকে এসিড নাইট cm দুই মাত্রা সকালে খালি পেটে এক ঘন্টা অন্তর সেবন করিতে দেই ।আগষ্টে খবর পাইলাম আচিলগুলি স্বস্পর্ণ চলিয়া গিয়াছে ।

সিনাবেরিস (Cinnaberis) : শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন আকার আচিল ।আচিল হইতে রক্তপাতে হইলে ইহা অমোষ ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 দিনে দুই বার ।1m শক্তি ব্যবহারেও উপকার পাইয়াছি ।

ক্যালকেরিয়া কার্ব (Calcerea Carb) : মোটা থল থলে মেদ পুর্ণ শীত কাতর রোগীদের শরীরের বিভিন্ন আচিলে এই ঔষধ উপকারী ।

সেবন বিধি ; শক্তি 30 বা 200 সকাল বিকাল দুই মাত্রা ।পুরাতন রোগে 1m 10m বা আরো উচ্চ শক্তি ।

আরাম মিউর (Aurum Mur) : জিহ্বার আচিলের শ্রেষ্ঠ ঔষধ ।মল দ্বারে ও জননেন্দ্রিয়ের আচিলেও উপকারী ।

সেবন বিধি ; শক্তি 3x বিচুর্ণ প্রত্যাহ দুই বার আড়াই হাজার থানার গোপালদীর পরেশ নামে একটি চৌদ্দ বৎসরের ছেলের জিহ্বার একটি বেশ বড় আচিল হয়েছিল ।আছিলের কারনে কথা বালিতে কষ্ট হইত ।আমি তাহাকে অরাম মিউর 3x দিনে দুই বার সেবন করিতে দেই ।কিছু দিন পড়ে আচিলটি খসিয়া পড়ে ।

বাইওকেমিক চিকিৎসা

সাইলেসিয়া (Silicea) : ছেলে মেয়েদের মুখে বুকে পেটে এক প্রকার ছোট বড় মসৃন আচিল মাঝে মাঝে পাকে পুজ পড়ে ।পুজ পরিয়া আচিলের স্থানটি শ্ত হইয়া থাকে ইহাতে সাইলেসিয়া উপকারী ।

সেবন বিধি ; শক্তি 6x 12x 30x বা 200x ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিনে দুই মাত্রা ।হোমিওপ্যাথ 200 1m আরো উচ্চ শক্তি ফলদায়ক ।

নেট্রাম মিউর (Natrum Mur) : নেট্রাম সালফ হাতে পায়ে গুহ্য দ্বারে লিঙ্গে শরীরের বিভিন্ন স্থানে আচিলে এই দুইটি ঔষধ পর্যায়েক্রমে ব্যবহারে আচিলে আরোগ্য হয় ।

সেবন বিধি : শক্তি 6x 12x বা আরো উচ্চ শক্তি ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে প্রত্যাহ চার বার ।

পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

আচিল হাত দিয়া নাড়াচারা বা টিপাটিপি করিলে আচিলে বৃদ্ধি পায় ।আচিলের গোড়ায় চুল বাধিয়া রাখিলে আচিলে খসিয়া পরিয়া যায় ।রাস টক্স Q আচিলে লাগাইলে উপকার হয় ।গো মাংস হাসের ডিম তেতুলের টক খাওয়া নিষিদ্ধ ।

রোগী বিবরন : মোঃ মফিজুল ইসলাম ১৭ বৎসর সরকারচর ।বাম হাতের আঙ্গুলে রক্ত স্রাবীয় আচিল একটু সপর্শে বা ঘর্ষনে রক্ত ঝড়ে ।৬ মাসের মধ্যে দুইবার অপারেশন করা স্রাবীয় আচিল হয়েছিল ।পুঃনবার আচিলটি গজাইয়া উঠিলে আমার নিকট চিকিৎসার জন্য আসে সিনাবেরিস 200 শক্তি সকাল বিকাল দুই মাত্রা এক সপ্তাহের প্লাসিবো পরবর্তী সংবাদ রক্ত ঝড়া বন্ধ 1m শক্তি চারটি গ্লোবিউস দুই ড্রাম দুই ড্রাম ডিষ্টিল ওয়াটারে দ্রব করিয়া সকালে খালি পেটে এক ঘন্টা পর পর সেবন করায় তিন সপ্তাহের প্লাসিবো পরবর্তী সংবাদ রক্ত ঝড়া বন্ধ পাই ।