রোগ বিবরন : ইহা অত্যন্ত কষ্টদায়ক পীড়া কাটা ফোটার ন্যায় যন্ত্রনা দপদপানি ব্যথা ও জ্বালায় অস্থির করিয়া তুলে জম্নিয়া আহত স্থান ফাটিয়া পুজ বাহির হইলে এই রোগ আরোগ্য হয় ।
চিকিৎসা
মাইরিষ্টিকা (Myristica) : আঙ্গুল হাড়ার উৎকৃষ্ট ঔষধ ।আঙ্গুল অত্যন্ত বেদনা সেই বেদনা যন্ত্রনায় রোগী অস্তির কোন অস্থায় শান্তি পায় না ।
সেবন বিধি : শক্তি 3x ২-৪ ফোটা সামান্য জল সহ পুনঃ সেবন ও ইহার Q আক্রান্ত স্থানে বাহ্যিক প্রয়োগে শীঘ্র উপকার হয় ।
হিপার সালফ (Heper Sulph) : আঙ্গুলে অত্যাধিক বেদনা ও জ্বালা স্পর্শ কাতরতা বেদানায় হিপার সালফ উৎকৃষ্ট ঔষধ ।
সেবন বিধি : শক্তি 2x বা 3x বিচুর্ণ দুই ঘন্টা অস্বব ।
ডায়স্কোরিয়া (Dioscoria) : আঙ্গুলে হাড়ায় প্রথমাবস্থায় আক্রকান্ত স্থান কাটা বা সুচ বেধানোর মত বেদনায় ইহা উপকারী ।
সেবন বিধি : আঙ্গুলে হাড়ার প্রথমবস্থায় আক্রান্ত স্থান কাটা বা ব্যাথা বেধানোর মত বেদনায় ইহা উপকারী Q বাহ্যিক প্রয়োগের আশু উপশম হয় ।
এসিড ফ্লোর (Acid Fluor) : আক্রান্ত স্থানে অত্যন্ত দপদপানি ব্যথা সেই ব্যথা ঠান্ডায় উপশম হইলে ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 6 বা 30 দুই ঘন্টা অন্তর ।
বাইওকেমিক চিকিৎসা
ফেরাম ফস (Ferrum Phos) : আঙ্গুলে হাড়ার প্রথমবস্থায় পীড়িত স্থান গরম লাল অত্যন্ত ব্যথা যন্ত্রনা ইহা উপকারী ।
সেবন বিধি : শক্তি 6x ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দুই ঘন্টা অন্তর ।
সাইলেসিয়া (Silicea) : প্রদাহের দ্বিতীয়বস্থায় আহত স্থানে পুজ হইবার সম্ভবনা দেখা দিলে ও বেদনা যন্ত্রনা কমিয়া গেলে সাইলেসিয়া প্রয়োগ করতে হয় ।
সেবন বিধি ; শক্তি 6x বা 12x ১-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে গরম জলসহ বিকাল তিন ঘন্টা অন্তর ।ফাটিয়া দুর্গন্ধ যুক্ত পুজ পরিলে সাইলেসিয়া 200 শক্তি প্রত্যহ সকাল দুইবার সেবনে ঘা শুকাইয়া যায় ।
ক্যালকেরিয়া সালফ (Calcaria Sulph) : আঙ্গুল হাড়ার ঘায়ে গন্ধ বিহীন হলুদ বর্নের পুজ দেখা গেলে ইহা অব্যর্থ ।
সেবন বিধি : শক্তি 30x বা 200x বড়ি এক মাত্রা ।সকল বিকাল দিনে দুই বার ।হোমিও মতে 200 বা 1m বা আরো শক্তি সকাল বিকাল দুই মাত্রা ।
পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা
আক্রান্ত স্থানটি কেরোসিন তৈলের মধ্যে ডুবাইয়া রাখিলে যন্তনার উপশম হয় ।প্রদাহ অবস্থায় মাংস ডিম খাওয়া নিষিদ্ধ ।
রোগী বিবরন : শিউলী বেগম বয়স 22 বৎসর চরদিঘলদী ।বাম হাতের আঙ্গুলে আঙ্গুলে হাড়া রোগে আক্রান্ত হন ।তিন দিন যাবৎ বেদনা যন্তনায় অস্থির ।স্থানীয় চিকিৎসার বিষেষ কোন উপকার না হওয়ায় নরসিংদীতে আমার নিকট চিকিৎসার জন্য আসেন মাইরিষ্টিকা 3x৬ ফোটা সামান্য ঠান্ডা জলসহ এক ঘন্টা অন্তর সেবন ও মাইরিষ্টিকা Q এক ভাগ জলে মিশ্রিত করিয়া ন্যাকড়া ভিজাইয়া জল পট্রি দেওয়ায় ২৪ ঘন্টা ফাটিয়া পুজ নির্গত হইয়া যন্তনা নিবারন হয় ।পরে ঘা শুকানোর জন্য ক্যালকেরিয়া সালফ ২০০ শক্তি দিনে দুই বার ব্যবস্থা করায় ঘা শুকইয়া যায় ।